ইউরোপের ধনী দেশের তালিকা ২০২৪

ইউরোপের ধনী দেশের তালিকা অনেকেই ইন্টারনেটে খুঁজে থাকেন,কেননা বর্তমান বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশীল এবং উন্নত মহাদেশ হচ্ছে ইউরোপ।আজকের আর্টিকেল আমরা ইউরোপিয়ান ধনী মহাদেশ গুলোর তালিকার পাশাপাশি দেশগুলোর রাজধানী,অর্থনৈতিক অবস্থা এবং জীবন মান সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা তুলে ধরবো। 

ইউরোপের ধনী দেশের তালিকা ২০২৪ 

ইউরোপের ধনী দেশের তালিকা ২০২৪,Richest country in Europe

ইউরোপের ধনী দেশের তালিকা 2024

ইউরোপের টপ কয়েকটি ধনী দেশের তালিকা হলো

  1. ফ্রান্স
  2. জার্মানি 
  3. নেদারল্যান্ডস 
  4. ইতালি 
  5. আয়ারল্যান্ড 
  6. বেলারুশ 
  7. যুক্তরাজ্য 
  8. অস্ট্রিয়া 
  9. পোল্যান্ড
  10. ডেনমার্ক
  11. লুক্সেমবার্গ 
  12. আয়ারল্যান্ড
  13. সুইডেন  
  14. সুইজারল্যান্ড 
  15. নরওয়ে
  16. লিচটেনস্টাইন

ইউরোপের টপ ধনী দেশগুলোর তালিকা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন।এ দেশগুলোকে কেন ধনী বলা হয়ে থাকে কখনো কি ভেবে দেখেছেন?

চলুন এখন আমরা দেশগুলোর অর্থনৈতিক রাজনৈতিক এবং অন্যান্য ক্যাটাগরির ভিত্তিতে দেশগুলোর অবস্থান জেনে নিব।সেই সাথে ইউরোপিয়ান প্রথম পাঁচটি ধনী দেশের মাথাপিছু আয় সম্পর্কে বিস্তারিত জানব।

নেদারল্যান্ড 

ইউরোপের সবচেয়ে ধনী দেশের তালিকায় একেবারেই শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস।নেদারল্যান্ডস এর পূর্ণ নাম হলো কিংডম অফ নেদারল্যান্ড(Kingdom of Netherlands)।নেদারল্যান্ডস সংসদীয় রাজনীতি অনুসরণ করে এবং এই দেশের সামাজিক ব্যবস্থা, শিক্ষা পাশাপাশি অর্থনীতি খুবই প্রগতিশীল।

নেদারল্যান্ডসের আরেকটি বড় লক্ষ্যনীয় দিক হলো এটি প্রযুক্তি এবং বিজ্ঞানে খুবই অগ্রগামী একটি দেশ।এদেশের শিক্ষাব্যবস্থা সারা বিশ্বে পুরস্কৃত।নেদারল্যান্ডে রয়েছে খুবই উন্নতমানের গবেষণা ব্যবস্থা,সেই সাথে মানববুদ্ধি এবং প্রযুক্তিগত দিক দিয়ে নেদারল্যান্ড বহু আগ থেকেই কাজ করে আসছে।

নেদারল্যান্ড কেন এত উন্নত?

এ প্রশ্নটি অনেকেরই জানার আগ্রহ রয়েছে। নেদারল্যান্ডের উন্নয়নের প্রদান কারণ হচ্ছে বাণিজ্য। এছাড়াও নেদারল্যান্ডের শিল্প বিপ্লব, সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধার,কৃষি বিপ্লব লক্ষণীয়।নেদারল্যান্ডের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি আইনের শাসনের উপর প্রথাগত জোর দেয় এবং আইনি দক্ষ কাঠামো থেকে অর্থনীতি উপকৃত হয়ে থাকে।

  • নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম্র জুইদাস এবং মুদ্রা ইউরো
  • নেদারল্যান্ডের প্রত্যেক নাগরিকের মাথাপিছু আয় হলো প্রায় ৬৩,৫৮০ মার্কিন ডলার। 
  • নেদারল্যান্ডসের মানুষের বেকারত্ব মাত্র ২.৯% 

জার্মানি 

ইউরোপিয়ান মহাদেশের দ্বিতীয় শীর্ষ ধনীর তালিকায় রয়েছে জার্মানি। জার্মানি মূলত একটি প্রজাতান্ত্রিক দেশ।ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ হিসেবে জার্মানির খ্যাতি রয়েছে। মোট ১৬ টি রাজ্য নিয়ে গঠিত জার্মানি পশ্চিম ইউরোপের একটি দেশ।

  • জার্মানির মোট আয়তন ৩,৫৭,০২২ বর্গ কিলোমিটার 
  • এরমধ্যে ভূমি হচ্ছে ৩,৪৯,২২৩ বর্গকিলোমিটার এবং জলভাগ ৭,৭৯৮ বর্গ কিলোমিটার।
  • বর্তমানে জার্মানি ইউরোপের মধ্যে আয়তনের দিক থেকে সপ্তম অবস্থানে রয়েছে এবং বিশ্বের মধ্যে ৬৩ তম অবস্থানে রয়েছে।

জনসংখ্যার দিক দিয়ে ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ২৩৬ জন এবং জনসংখ্যা প্রায় ৮৩.২ মিলিয়ন।জার্মানির প্রধান সরকারি ভাষা হল জার্মান।এছাড়াও ইংরেজি,ফরাসি, তুর্কি এবং ইতালিয়ান ভাষাও জার্মানিতে প্রচলিত রয়েছে।অর্থনৈতিক দিক দিয়ে জার্মানির সুনাম বিশ্বমানের কেননা শিল্প এবং সেবা খাতে অর্থনৈতিক দিক দিয়ে জার্মানি অন্যান্য ইউরোপিয়ান দেশসমূহ থেকে অনেকটা এগিয়ে।জার্মান উচ্চ উন্নয়নশীল দেশসমূহের মধ্যে পড়ে।

  • বর্তমানে জার্মানির একজন নাগরিকের মাথাপিছু আয় ৫৯,৩৩০ মার্কিন ডলার 

ফ্রান্স 

ইউরোপিয়ান ধনী দেশের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করে নিয়েছে ফ্রান্স।ফ্রান্সের অবস্থান পশ্চিম ইউরোপে৷এটি সাংস্কৃতিক দিকে প্রাচীনকাল থেকে সমৃদ্ধ।ফ্রান্সের রাজধানী প্যারিস। বিখ্যাত আইফেল টাওয়ার ফ্রান্সে অবস্থিত। ফ্রান্স প্রযুক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে এবং অর্থনৈতিক দিক থেকে ইউরোপের মধ্যে শীর্ষ দেশগুলোর মধ্যে একটি।

সংস্কৃতি,শিক্ষা এবং প্রযুক্তিগত দিক থেকে ফ্রান্সে পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে।ফ্রান্সের পুরাতাত্ত্বিক স্থাপনা, আর্কিটেকচার,বিউটিফুল আর্ট গুলি ভ্রমন পিপাসু মানুষদের সহজেই মুগ্ধ করবে। 

  • ফ্রান্সের প্রত্যেক নাগরিকের মাথাপিছু আয় প্রায় ৫০,৫৪১ মার্কিন ডলার

ইতালি 

ইউরোপিয়ান শীর্ষ ধনী দেশ গুলোর চতুর্থ স্থানে যে দেশটির অবস্থান তা ইতালি।ইতালি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য 

  • এটি দক্ষিণ ইউরোপের একটি দেশ 
  • ইতালি মধ্য সাগর এবং টাইরেনিয়ান সমুদ্রের উপরে অবস্থিত
  • ইতালির রাজধানী রোম
  • ইতালির প্রধান ধর্ম হচ্ছে রোমান ক্যাথলিক 
  • মুদ্রা হল ইউরো

পৃথিবীর যে কয়টি প্রাচীন সভ্যতা এবং সংস্কৃতিতে পরিপূর্ণ দেশ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দেশ ইতালি। ইটালিয়ান মানুষদের উন্নত এবং সেই সাথে দেশপ্রেমিকও বলা যায়। খেলাধুলা,গবেষণা, বিজ্ঞান এবং উন্নত জীবন যাপনের জন্য নিঃসন্দেহে ইতালি একটি পছন্দনীয় দেশ। ইতালির জলবায়ু নাতিশীতোষ্ণ।ইতালির সংস্কৃতি ধারণ করে এমন কয়েকটি বিখ্যাত কলা:- পিসা টাওয়ার,দ্য লাস্ট সাফার,নিক্কোলা মাকিয়াভেল্লি। ইতালির অগ্রগতির মেইন কারণ হচ্ছে সাংস্কৃতিক প্রধানত্ব,পৃষ্ঠভূমি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ। এছাড়াও বিনির্মাণশীল দেশ হিসাবে ইতালির খ্যাতি রয়েছে। ইটালির অর্থনীতিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ইতালিয়ান কারখানাগুলো,আউটসোর্সিং,খাদ্য ও পানীয় উৎপাদন এবং কৃষিখাত।প্রযুক্তি এবং বিজ্ঞানের দিক থেকেও ইতালির অগ্রগতি লক্ষণীয়। 

  • বর্তমানে ইতালির প্রতিটি নাগরিকের মাথাপিছু আয় ৪২,৯৪৭ মার্কিন ডলার

যুক্তরাজ্য 

ইউরোপের ধনী দেশের তালিকায় পঞ্চম স্থানে যে দেশটি তালিকাভুক্ত হয়েছে তাহলে যুক্তরাজ্য। এটি পূর্ব ইউরোপে অবস্থিত এবং ঐতিহাসিক ও প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাজ্যের দৃষ্টান্ত লক্ষণীয়। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। ব্রিটিশ সাম্রাজ্যের সময় যুক্তরাজ্য সারা বিশ্বে অধিপত্য বিস্তার করেছিল।যুক্তরাজ্যের শহর গুলো খুবই গোছানো। 

বর্তমানে স্কটল্যান্ড, ইংল্যান্ড,ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের সমন্বয়ে যুক্তরাজ্য গঠিত হয়েছে।যুক্তরাজ্য সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

  • যুক্তরাজ্যের মোট আয়তন ২,৪৩,৬১০ বর্গ কিলোমিটার 
  • জনসংখ্যা প্রায় ছয় কোটি ৭০ লাখ 
  • বর্তমানে এই ও জাতীয় ভাষা হল ইংরেজি 
  • যুক্তরাজ্যের সদস্য দেশ হলো স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস,উত্তর আয়ারল্যান্ড 
  • এদেশের মুদ্রা হলো পাউন্ড স্টারলিং। 

২০১২ সালের এক জরিপ অনুযায়ী যুক্তরাজ্য কে বিশ্বের পঞ্চম বৃহত্তম রপ্তানিকারক হিসেবে গণ্য করা হয়। 

  • বর্তমানে যুক্তরাজ্যের নাগরিকের(একজন) মাথাপিছু আয় হল ৪১,০৩০ মার্কিন ডলার 

👉পিএইচডি কি | পিএইচডি করার যোগ্যতা কি

আয়ারল্যান্ড 

আয়ারল্যান্ডের অবস্থান উত্তর-পশ্চিম ইউরোপে। আয়ারল্যান্ডের রাজধানীর নাম ডাবলিন।বর্তমানে আয়ারল্যান্ডে সরকারি ভাষা হল আইরিশ এবং ইংরেজি। প্রধানত খ্রিষ্টধর্মের মানুষ বেশি বসবাস করে। আয়ারল্যান্ডের মোট আয়তন ৭০,২৭৩ বর্গ কিলোমিটার।আয়ারল্যান্ডের মুদ্রার নাম ইউরো। আয়ারল্যান্ডের অর্থনীতি প্রধানত কৃষি-খাদ্য, কৃষি ব্যবসা এবং আর্থিক পরিষেবার উপর নির্ভর করে।বর্তমানে আয়ারল্যান্ডের মোট জনসংখ্যা মাত্র 40 লাখ। যদিও ১৮৪১ সালে আয়ারল্যান্ডের জনসংখ্যা ছিল প্রায় 82 লাখ। সঙ্গে এত কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে দুর্ভিক্ষের মৃত্যু এবং দেশান্তর। 

  • ২০২১ সালের জরিপ অনুযায়ী আয়ারল্যান্ডের বর্তমান জিডিপি মোট ৫০০ বিলিয়ন ডলার। 

শেষ কথা 

আমরা অনেকেই ইউরোপে শান্তিপূর্ণ দেশ সমূহে বসবাস করার চিন্তা করছি।তাই আজকের আর্টিকেল আপনাদের জন্য ইউরোপের ধনী দেশগুলোর তালিকা দেওয়ার চেষ্টা করেছি।ইউরোপের অন্যান্য দেশ নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।উত্তর দেওয়ার চেষ্টা করব। 

FAQ

ইউরোপের ধনী দেশসমূহ 

  • লুক্সেমবার্গ 
  • আয়ারল্যান্ড 
  • সুইজারল্যান্ড 
  • নরওয়ে 
  • ডেনমার্ক 
  • আইসল্যান্ড 
  • ইংল্যান্ড 
  • নেদারল্যান্ডস 
  • সান মারিনো

ইউরোপের সবথেকে ধনী দেশ কোনটি

জিডিপির উপর ভিত্তি করে আইএমএফ এর মতে ইউরোপের সবচেয়ে ধনী দেশ হলো লুক্সেমবার্গ 

ইউরোপে সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ কোনটি?

জার্মানি 

ইউরোপের মুসলিম দেশ কোনটি

আলবেনিয়া  

ইউরোপের ইসলামিক দেশ কয়টি 

ইউরোপের প্রধান ইসলামিক দেশ হলো

  1. আলবেনিয়া 
  2. বসনিয়া 
  3. হার্জোগোভিনা তুরস্ক 
  4. আজারবাইজান 
  5. কাজাখস্তান 

ইউরোপের কয়টি দেশ রয়েছে 

৫০টি 

ইউরোপের সবচেয়ে ছোট দেশের নাম 

ভ্যাটিকেন সিটি 

what are the top 10 richest countries in Europe?

  • Luxembourg 
  • Switzerland 
  • Norway 
  • Denmark
  • Ireland  
  • Sweden 
  • Iceland 
  • Netherlands 
  • France 
  • Germany  

Which country is the strongest in Europe?

Russia 

👉চুলকানি দূর করার ক্রিম স্কয়ার

Richest country in Europe by GDP 

  1. Luxembourg 
  2. Switzerland 
  3. Norway 
  4. Denmark
  5. Ireland  
  6. Iceland
  7. Sweden 
  8.  Netherlands
  9. Austria 
  10. Germany 
  11. France

Please Share this On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url