পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
সম্প্রতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড করতে পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে।এই কোর্সের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-লাইভস্টক কোর্সে ভর্তি চলমান রয়েছে।
পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ | Polytechnic Admission 2024
আজকের আর্টিকেলে পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তির এ টু জেড আলোচনা করব। শুরুতেই গুরুত্বপূর্ণ তারিখ সমূহ, আবেদনের প্রক্রিয়া এবং শেষে মাইগ্রেশন এর বিষয় নিয়েও আলোচনা থাকবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ভিত্তিক পলিটেকনিকেল ইনস্টিটিউট এর আবেদন কার্যক্রম তিন ধাপে সম্পন্ন হবে।
এক নজরে পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪(সরকারি) এর গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
প্রথম পর্যায়
- আবেদন শুরুর তারিখ:-২৬ মে ২০২৪
- আবেদন শেষের তারিখ:-২৫ জুন ২০২৪
- প্রথম পর্যায়ে আবেদনের ফলাফল প্রকাশ:- ১ জুলাই ২০২৪
- ১ম মাইগ্রেশনের ফলাফল প্রকাশের তারিখ:-১৫ জুলাই ২০২৪
দ্বিতীয় পর্যায়
- ২য় পর্যায়ে আবেদন শুরুর তারিখ:-৯ জুলাই ২০২৪
- দ্বিতীয় পর্যায়ে আবেদন শেষ তারিখ:-১১ জুলাই ২০২৪ (রাত ৯.০০ টা পর্যন্ত)
- দ্বিতীয় পর্যায়ে অপেক্ষমান তালিকা প্রকাশ:-১৫ জুলাই ২০২৪
- দ্বিতীয় মাইগ্রেশন এর ফলাফল প্রকাশের তারিখ:-২৯ জুলাই ২০২৪
তৃতীয় পর্যায়
- ৩য় পর্যায়ে আবেদন শুরুর তারিখ:-২২ জুলাই ২০২৪
- ৩য় পর্যায়ে আবেদন শেষের তারিখ:-২৫ জুলাই ২০২৪(রাত ৯.০০ টা পর্যন্ত)
বেসরকারি প্রতিষ্ঠানসমূহ চার বছর মেয়াদী কোর্স এবং দুই বছর মেয়াদী কোর্সের গুরুত্বপূর্ণ তারিখ সমূহ:-
চার বছর মেয়াদী কোর্সের ক্ষেত্রে
- আবেদন শুরুর তারিখ:-২৬ মে ২০২৪
- আবেদনের শেষ তারিখ:-৮ আগস্ট ২০২৪
দুই বছর মেয়াদী কোর্সের ক্ষেত্রে
- আবেদনের শুরুর তারিখ:-২৬ মে ২০২৪
- আবেদনের শেষ তারিখ:-৮ আগস্ট ২০২৪
পলিটেকনিক ভর্তি ফি
পলিটেকনিক ভর্তি ফি ১৬০ টাকা। অনলাইন পেমেন্ট এর মাধ্যমে আবেদন ফ্রি জমা দিতে হবে।তবে এই ক্ষেত্রে আপনি ১৬২ টাকা জমা দিবেন।
পলিটেকনিক ভর্তি আবেদন ফি:-১৬০ টাকা
মোবাইল অপারেটর ফি:-২ টাকা
পলিটেকনিক ভর্তি যোগ্যতা ২০২৪
এসএসসি বা এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ যে কোন শিক্ষার্থী পলিটেকনিক কোর্সে আবেদন করতে পারবে।
সরকারি পলিটেকনিক ভর্তির যোগ্যতা ২০২৪
সরকারি পলিটেকনিক ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই এসএসসি বা এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পলিটেকনিক ভর্তি আবেদন পদ্ধতি
পেইমেন্ট প্রক্রিয়া
পলিটেকনিক আবেদন করার পূর্বেই আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে।আবেদন ফি দেওয়ার জন্য আপনি পাঁচটি অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন।সেগুলো হলো:-
- বিকাশ নগদ রকেট,উপায় ইত্যাদি।বিকাশের মাধ্যমে কিভাবে আবেদন ফি জমা দিবেন সেটি দেখিয়ে দিচ্ছি।
- প্রথমে বিকাশ অ্যাপ এ গিয়ে আরো দেখুন বাটনে ক্লিক করুন এবং এডুকেশন ফি অপশনটি সিলেক্ট করুন।
- এরপর প্রতিষ্ঠানের নাম বা ধরন এখানে BTEB লিখুন।লিখার পর BTEB এর লোগোসহ নাম দেখতে পাবেন।
- এরপর পেমেন্ট কোড দিন এই অপশনে <program code><passing year><board code><roll number> দিন।
- program code এ শিফট অনুযায়ী 1,2,3 দিতে হবে৷ উদাহরণস্বরূপ
- GDE12021SYL310903 এভাবে লিখে শেষ করতে এগিয়ে যান অপশনে ক্লিক করুন।
- পরবর্তী পেইজে আপনার নাম সহ একাডেমিক ইনফরমেশন চলে আসবে। পেমেন্ট করার জন্য "ট্যাপ করুন" অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার পিন নাম্বার দিয়ে "এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন" এই অপশনে ট্যাপ করে ধরে রাখুন।আপনার এডুকেশন ফি জমা দেন সম্পূর্ণ হল।
- আবেদনকারী কে প্রথমে বাংলাদেশী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে www.btebadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।প্রথমে উক্ত লিংকে ক্লিক করুন।
- এরপর 'Apply Now' বাটনে ক্লিক করুন।
- এ পর্যায়ে আপনার একাডেমিক ইনফরমেশন দিতে হবে। আপনার এসএসসির রোল নং,বোর্ড, মোবাইল নাম্বার,রেজিস্ট্রেশন নাম্বার,পাসিং ইয়ার যথাযথভাবে পূরণ করুন। পুনরায় মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করুন। এরপর Next বাটনে ক্লিক করুন।
- পরবর্তী পেইজে আপনার পার্সোনাল ইনফরমেশন চাওয়া হবে।সেটা সঠিকভাবে পূরণ করুন।
- ফটো আপলোড:-ফটো আপলোডের আগে ফটোর নির্দিষ্ট সাইজ মেইনটেন করে দিতে হবে।
- Height - 150px
- Witdh - 120px
- image format:-jpg
- maximum file size:-50 kb
- এরপর ব্লাউজ এ ক্লিক করে ফটোটি সিলেক্ট করুন এবং নেক্সট এ ক্লিক করুন। এখানে আপনাকে একটি সিকিউরিটি কোড দেওয়া হবে এটি সংরক্ষণ করুন।
- এ পরবর্তী ধাপে আপনি ইনস্টিটিউট এবং কোর্সের নাম পছন্দ অনুযায়ী আবেদন করবেন।
প্রতিষ্ঠানে স্বশরীরে ভর্তির জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন হবে
- আবেদনকারী শিক্ষার্থীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে এসএসসির মূল নম্বর পত্র
- সদ্য তোলা ৩ কপি ছবি লাগবে(শিক্ষার্থীর)
- প্রশংসা পত্রের ফটোকপি লাগবে
১১ ই আগস্ট ২০২৪ তারিখ হতে ২০ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে সশরীরে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে
যদি কোন শিক্ষার্থী ১১ থেকে ২০ আগস্টের মধ্যে অনুপস্থিত থাকে তাহলে তাকে ২২ আগস্ট ২০২৪ তারিখ হতে ২৭ আগস্ট ২০২৪ তারিখের মধ্যেই উক্ত অনলাইনে প্রেরণ করতে হবে।
পলিটেকনিক ভর্তি নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন বিষয়ক তথ্যাবলী
আসন খালি থাকা সাপেক্ষে অটোমাইগ্রেশন অন থাকবে।
কোন শিক্ষার্থী পছন্দ সাবজেক্ট পেলে অটো মাইগ্রেশন অফ করে দিতে হবে।
১ম,২য় এবং তৃতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের selection এর ভিত্তিতে নির্ধারিত আসন পূরণ করা হবে।
বেসরকারি প্রতিষ্ঠানে পলিটেকনিক কোর্সের ভর্তি এবং সময়সূচী
শিক্ষার্থীদের ভর্তি আবেদনের পর আসন খালি থাকা সাপেক্ষে ফলাফল এসএমএসের মাধ্যমে জানানো হবে।
এসএমএস এর মাধ্যমে ফলাফল জানার পরপরই ভর্তির নিশ্চায়ন ফি প্রদান করতে হবে।
নিশ্চায়ন ফি প্রদানের পর ওই শিক্ষার্থী Confirmed List এর অন্তর্ভুক্ত হবে।
বেসরকারি প্রতিষ্ঠানে সশরীরে ভর্তির কর্মসূচি
আবেদনকৃত শিক্ষার্থী ভর্তির নিশ্চায়ন করা সাত দিনের মধ্যেই স্ব-শরীরে উপস্থিত থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস প্রদান করতে হবে। কমেন্টস গুলো হল
- এসএসসির মূল নম্বর পত্র
- সদ্য তোলা ৩ কপি ছবি লাগবে(শিক্ষার্থীর)
- প্রশংসা পত্রের ফটোকপি লাগবে
পলিটেকনিক কোর্স সমূহ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদি সরকারিভাবে পলিটেকনিকে যেসব কোর্স রয়েছে তা হলো
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
- ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
- ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং
- ডিপ্লোমা ইন ফিসারিস
- ডিপ্লোমা ইন এগ্রিকালচার
- ডিপ্লোমা ইন ফরেস্ট্রি
- ডিপ্লোমা ইন লাইভস্টক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বেসরকারিভাবে ০৪ বছর মেয়াদী কোর্সগুলো হল
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
- ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
- ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং
- ডিপ্লোমা ইন এগ্রিকালচার
- ডিপ্লোমা ইন ফিসারিস
বেসরকারিভাবে দুই বছর মেয়াদী কোর্সগুলো হল
- এইচএসসি(বিএমটি)
- ডিপ্লোমা ইন মেরিন ট্রেড কোর্স
- এইচএসসি(ভোক)
- ডিপ্লোমা ইন কমার্স
FAQ
পলিটেকনিক কি
এসএসসি বা এই সমমান পরীক্ষার পরে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স এবং অন্যান্য কোর্সসমূহের সমন্বয়ে(ডিপ্লোমা ইন ফিশারিজ,ডিপ্লোমা ইন এগ্রিকালচার) পলিটেকনিক কোর্স গঠিত।সাধারণত এসএসসি পরে কম খরচে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার জন্য পলিটেকনিক কোর্সে অনেকে আগ্রহী হয়ে থাকেন।
পলিটেকনিকেলে পড়লে কি কি করা যায়?
পলিটেকনিকেল তাদের জন্য উপযোগী তাদের খুব শীঘ্রই চাকরির দরকার হবে।আপনি যদি ইলেকট্রিক্যাল(eee), সিভিল(Civil),মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং(ME) এ ডিপ্লোমা করতে পারেন তাহলে আপনার একটি ভালো ক্যারিয়ার রয়েছে।আপনি ৩০ থেকে ৫০ হাজার টাকা বেতনের মধ্যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতে পারবেন। তবে হতাশ করলেও সত্যি যে অন্যান্য বিষয় সমূহে চাকরির অবস্থা খুব একটা ভালো না।
পলিটেকনিকে কি কি সাবজেক্ট রয়েছে?
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
- ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
- ডিপ্লোমা ইন ফরেস্ট্রি
- ডিপ্লোমা ইন ফিসারিস
- ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং
- ডিপ্লোমা ইন এগ্রিকালচার
- ডিপ্লোমা ইন লাইভস্টক
সরকারি পলিটেকনিকেল কলেজ কয়টি
৫৪ টি।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
সরকারিভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তির আবেদনের শেষ তারিখ ২৯ জুলাই ২০২৪
বেসরকারিভাবে আবেদনের শেষ তারিখ ০৮ আগস্ট ২০২৪
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি আবেদন ফি
১৬০ টাকা+২ টাকা(অপারেটর চার্জ)
Polytechnic Admission 2024 last date
29 July 2024(public)
8 August 2024(private)
BTEB Admission 2024
www.btebadmission.gov.bd ওয়েবসাইটে পলিটেকনিকের বিস্তারিত তথ্য পাবেন এবং আবেদনের জন্য নির্দিষ্ট ফি জমা দিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।