প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে।নোটিশের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/admission পেইজে পেয়ে যাবেন।তবে আজকের আর্টিকেলে আমরা প্রিলিমিনারী টু মাস্টার্সের গুরুত্বপূর্ণ তারিখ,ভর্তির যোগ্যতা এবং আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। 

প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ | NU Preliminary to Masters Admission Circular

প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪,NU Preliminary to Masters Admission Circular,preli to masters

প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ | NU Preliminary to Masters Admission Circular

বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী প্রিলিমিনরি টু মাস্টার্স কোর্সের জন্য অপেক্ষারত রয়েছেন।এ পর্যায়ে আমরা ভর্তি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য এবং সময় গুলো উল্লেখ করেছি।

প্রিলি টু মাস্টার্স ভর্তি আবেদনের পুরনো তারিখ সমূহ

  • ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন:-১৪ই মে ২০২৪, বিকাল ৪ টা হতে শুরু 
  • আবেদনের শেষ তারিখ:-০৩ জুন ২০২৪ রাত ১২ টা পর্যন্ত 
  • ভর্তি বিষয়ক ওয়েবসাইট:-www.nu.ac.bd/admission
  • ভর্তি ফি:-৩০০ টাকা
  • আবেদন ফরম জমাদানের তারিখ:-২০২৪ সালের মে মাসের মধ্যে 
  • ক্লাস শুরুর তারিখ:-০১ জুলাই ২০২৪ 
  • প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোগ্রামে ভর্তি ফি:-৩০০ টাকা

প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোগ্রামের আবেদন যোগ্যতা 

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2017 থেকে 2021 সালের মধ্যে ৩ বছর মেয়াদি স্নাতক কোর্সে ৪৫% নম্বর(সনাতন পদ্ধতিতে) এবং গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে CGP-A ২.২৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। 
  • এছাড়াও প্রার্থীর প্রিলিমিনারি টু মাস্টার্স প্রোগ্রামে ভর্তিচ্ছু সাবজেক্টটি স্নাতক পর্যায়ের বিষয়গুলোর মধ্যে ৪০০ নম্বরের বিষয় হিসেবে থাকতে হবে। সেই সাথে উক্ত বিষয়ে নূন্যতম ৪০% নম্বর(সনাতন পদ্ধতিতে) এবং গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে নূন্যতম সিজিপিএ ২.০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। 

কারা আবেদন করতে পারবে না?

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2017 থেকে 2021 সালের মধ্যে ৪ বছর মেয়াদি স্নাতক কোর্সে পাস ডিগ্রী পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেনা। 
  • তবে এই সকল শিক্ষার্থীরা সার্টিফিকেট কোর্স পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে যদি ন্যূনতম ৪৫% নম্বর(সনাতন) অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে জিপিএ ২.২৫ পেয়ে উত্তীর্ণ হয়,তাহলে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।  
  • জাতীয় বিশ্ববিদ্যালয় হতে নিয়মিত বা প্রাইভেটভাবে মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষার্থী অথবা অন্য কোন প্রোগ্রামে বর্তমানে অর্থায়নত কোন শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে উক্ত কোর্সের জন্য আবেদন করতে পারবে না। 
  • এজন্য একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে অনলাইনে স্ক্যান করে আবেদনের সময় আপলোড করতে হবে।অঙ্গীকারনামাটি হলো:-
  • "জাতীয় বিশ্ববিদ্যালয় বা যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি বা অধ্যায়নরত নই।এই লক্ষ্যে ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকব।"
  • এই শর্ত যে ভঙ্গ করে যদি কোন শিক্ষার্থী দ্বৈত ভর্তি হয়,তাহলে তার উভয় ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের থাকবে। 
  • জাতীয় বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং প্রাইভেট বা সার্টিফিকেট কোর্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রিলিমিনারি তো মাস্টার্স কোর্সের জন্য আবেদন করতে পারবে না।তবে Preliminary to Masters প্রোগ্রামে যদি ভর্তি যোগ্যতার শর্ত পূরণ করতে পারে তাহলে আবেদনের সুযোগ পাবে।
  • প্রাথমিক আবেদন ফরমের ক্ষেত্রে কোন প্রার্থীর ছবি বা তথ্য যদি ভুল অসত্য অথবা অসম্পূর্ণ বলে প্রমাণিত হয় তাহলে তার উক্ত ফরম বা ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থাকবে। 
  • এছাড়াও ভর্তি পরবর্তী যেকোনো তথ্য জানতে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের নোটিশ বোর্ডে সার্চ করবেন। কারণ পরবর্তীতে সকল আপডেট নোটিশ বোর্ডে জানানো হবে।

প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তি পদ্ধতি এবং নম্বর বন্টন

  • ২০২১ থেকে ২০২২ শিক্ষাবর্ষে Preliminary to Masters ভর্তি কার্যক্রমে আবেদনকারী শিক্ষার্থীদের কারী স্নাতক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রত্যেকটি কলেজের জন্য আলাদাভাবে মেধাতালিলা তালিকা প্রণয়ন করা হবে। সেই সাথে বিষয়ও বরাদ্ধ করে দেওয়া হবে।
  • যদি দুই বা ততাধিক আবেদনকারীর একই বিষয়ে একই কলেজে মেধাত্রম সমান হয়ে থাকে, সে ক্ষেত্রে আবেদনকারীদের মধ্যে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়েই মেধাক্রম নির্ধারণ করা হবে।
  • মেধাতালিকা প্রকাশের ক্ষেত্রে প্রথমে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে।পরবর্তীতে শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হবে এবং কোটা ও রিলিজ স্লিপ(প্রয়োজনে) একাধিকবার প্রকাশের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসমূহ

আপনার সম্প্রতি তোলা রঙ্গিন ছবি লাগবে।

  1. ছবির মাপ:-120*150 pixels
  2. Image Type:-jpg
  3. ইমেজ ফাইল সাইজ:-50Kb

প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোগ্রামের আবেদনপদ্ধতি 

  • জাতীয় বিশ্ববিদ্যালয় অফিশিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd হতে Masters tab এ গিয়ে apply now(Masters preli) অপশন এ ক্লিক করুন।
  • এরপর আপনার স্নাতক পরীক্ষার রোল নম্বর,রেজিস্ট্রেশন নম্বর এবং পাশের সন যথাযথভাবে পূরণ করুন।
  • "জাতীয় বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি বা অধ্যায়নরত নই।দ্বৈত ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী উভয় ভর্তি বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকবো"- এই মর্মে আবেদনকারী স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা(স্ক্যান করে) অনলাইনে আপলোড করতে হবে।
  • এর পরবর্তীতে male/female অপশনটি প্রদর্শিত হবে। যদি ভুল তথ্য দেখায় অর্থাৎ female এর অপশনে male প্রদর্শিত হলে click to change অপশনে গিয়ে সঠিক তথ্যটি দিতে হবে।
  • আবেদনকারী শিক্ষার্থী নিজ পছন্দক্রমে বিভাগ ও জেলা নির্ধারণ করে যে কোন কলেজের নাম select করে ভর্তি যোগ্য আসন সংখ্যা এবং বিষয়ে তালিকা দেখতে পাবে।সেখানে আসন সংখ্যার উপর ভিত্তি করে সতর্কতার সাথে পছন্দক্রম নির্ধারণ করবে। কেননা পরবর্তীতে এ পছন্দ ক্রমানুসারেই মেধার ভিত্তিতে বিষয় দেওয়া হবে।
  • Preliminary to Masters প্রোগ্রামে ভর্তিচ্ছু বিষয়টি স্নাতক পর্যায়ে ৪০০ নম্বরের বিষয় পঠিত বিষয় হিসেবে অবশ্যি থাকতেই হবে। সেই সাথে ৪০% নম্বর অথবা গ্রেডিং এবং ক্রেডিট পদ্ধতিতে জিপিএ ২.০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • পোষ্য কোটা/আদিবাসী কোটা এবং মুক্তিযুদ্ধের সন্তান/প্রতিবন্ধী কোটায় ভর্তিচ্ছু প্রার্থীকে ছকের নির্দিষ্ট স্থানে কোটা সিলেক্ট করতে হবে। সেই সাথে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র কোটা আবেদনের ক্ষেত্রে থাকতে হবে।যদি কোন প্রার্থী একাধিক কোটায় যোগ্য হয়ে থাকেন তাহলে কোটার পছন্দ ক্রম নির্ধারণ করে দিতে হবে।
  • এর পরবর্তী ধাপে ছবি আপলোড করতে হবে। প্রার্থীকে সম্প্রতি পাসপোর্ট সাঈদের রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।ছবির সাইজ:- maximum 50 kb
  • Format:-120*150pixels এবং Image type:-jpg
  • আবেদনকারীর ছবি ব্যতীত অন্য কোন ছবি প্রাথমিক আবেদনে আপলোড করা হলে ওই প্রার্থীর ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের থাকবে।
  • সকল তথ্য এবং ছবি সঠিকভাবে পূরণ করার পর Submit Application অপশনে ক্লিক করতে হবে।এ পর্যায়ে রোল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে যেটি আবেদনকারী কে ডাউনলোড করে(A4 অফসেট সাদা কাগজে) প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।    

প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি আবেদনের সময় ভুল হলে করণীয়

সংশ্লিষ্ট কলেজে আবেদন ফরমটি জমা দেওয়ার পূর্বেই আবেদনকারী পুনরায় ফর্মটি যাচাই করবে।যদি আবেদন ফর্মে তথ্যগত কোন ভুল থাকে কিংবা ত্রুটিপূর্ণ ছবি থাকে তাহলে বাতিল করে পুনরায় আবেদন করতে হবে। এজন্য নিম্নোক্ত ধাপ গুলো অনুসরণ করুন।

  1. আবেদন ফরমটি সংশোধনের জন্য Applicant Login(Masters Preli) অপশনি ক্লিক করে আপনার ফর্মে রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে।
  2. এরপর Form cancel/ Photo Change Option এ গিয়ে Click to Generate the Security key - এই অপশনটিতে ক্লিক করুন।এ পর্যায়ে আপনার ব্যক্তিগত মোবাইল নম্বরে আপনাকে একটি One Time Password(OTP) SMS এর মাধ্যমে পাঠানো হবে।এই ওটিপির মাধ্যমে   

  • আবেদনকারী শিক্ষার্থী পূর্বের আবেদন ফরমটি বাতিল করে নতুন করে আবেদন ফরম পূরণ ও ছবি আপলোড করতে পারবে।  
  • এক্ষেত্রে আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর সতর্কতার সাথে ফর্মে সংযোগ করবেন। অর্থাৎ যে নাম্বার সব সময় আপনার কাছে থাকে সেই নাম্বারটি দ্বারাই ফরমটি পূরণ করবেন।কেননা পরবর্তীতে কলেজ করতে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার পরে পুনরায় সংশোধনের জন্য বাতিল করা যাবে না।প্রার্থীর ছবি পরিবর্তন এর সুযোগ একবারই দেওয়া হয়। 
  • প্রার্থীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্দিষ্ট স্থানে তার স্বাক্ষর করতে হবে।আবেদন ফরমের সাথে প্রার্থীকে স্নাতক পরীক্ষার নম্বর পত্র,রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, অঙ্গীকারনামা সত্যায়িত কপি এবং আবেদন ফি ৩০০ টাকা সহ নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে জমা দিতে হবে।এই প্রাথমিক আবেদন ফরমটির নির্দিষ্ট অংশ অধ্যক্ষ এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সিলসহ পুনরায় প্রার্থীকে ফেরত দেওয়া হবে।  
  • প্রাথমিক আবেদন ফরম নিশ্চিত করার পর প্রার্থীকে মোবাইলে এসএমএসের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ কর্তৃক জানানো হবে।প্রাথমিক আবেদন নিশ্চয় না করলে কোন প্রার্থী কলেজে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবেন না।যদি প্রাথমিক আবেদনপত্র জমা দেওয়ার পরেও এসএমএস না পান(কলেজ কর্তৃক নিশ্চায়নের) তাহলে পুনরায় নির্দিষ্ট সময়ের মধ্যেই কলেজে যোগাযোগ করবেন। 

প্রাথমিক ভর্তি আবেদন নিশ্চায়নের জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমূহ 

স্নাতক পাস পরীক্ষার নম্বরপত্র 

স্নাতক পাস পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি 

দ্বৈত ভর্তি সম্পর্কিত অঙ্গীকারনামার সত্যায়িত কপি লাগবে


আরোও পড়ুন:-নগদ ইসলামিক একাউন্ট কি | নগদ ইসলামিক একাউন্ট খোলার নিয়ম

ইউরোপের ধনী দেশের তালিকা ২০২৪ 

পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল জানার নিয়ম 

মোবাইলে এসএমএস অপশনে গিয়ে:-

  • NU<space>MP<space>Exam Roll লিখে 16222 নম্বরে সেন্ড করুন। 
  • আপনাকে এসএমএস এর মাধ্যমে আপনার রেজাল্ট জানানো হবে। 
  • ইন্টারনেটে চেক করার জন্য www.nu.ac.bd এর অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ অফশনে চেক করবেন 

FAQ

প্রিলিমিনারি টু মাস্টার্স বলতে কি বুঝায়

ডিগ্রী বা স্নাতক(পাস) করার পর দুই বছরের মাস্টার্স কমপ্লিট করার কোর্স হলো প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্স। 

এর মধ্যে ১ বছর লাগবে প্রিলিমিনারি টু মাস্টার্স করতে।

এবং অন্য বছর লাগবে মাস্টার্স কমপ্লিট করতে। 

অনার্সের শিক্ষার্থীদের জন্য

অনার্স কমপ্লিট করার পর এক বছরের মধ্যে মাস্টার্স বা স্নাতকোত্তর ডিগ্রী কমপ্লিট করার কোর্স।

Preli Master result 2024

  • www.nu.ac.bd/admission ওয়েবসাইটে ক্লিক করে Masters অপশনে যাবেন।
  • এরপর Masters preli ক্লিক করে আপনার registration নাম্বার যথাযথভাবে লিখুন। 
  • পাশের সালটি লিখুন এবং একটি code দেখানো হবে সেটি হুবহু লিখুন। 
  • শেষে search অপশনটিতে ক্লিক করুন। 
  • নতুন উইন্ডোতে আপনার রেজাল্ট মার্কশিটসহ দেখাবে।

Please Share this On:

Next Post Previous Post
1 Comments
  • MeltyMag
    MeltyMag ২২ আগস্ট, ২০২৪ এ ৩:১৪ PM

    Even a half-inch difference can make an impact. This tvstoryoficial The recipe still works in a different pan

Add Comment
comment url