উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

সম্প্রতি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে।আজকের আর্টিকেলে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমবিএ ভর্তির ফি,তারিখসহ আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪, bou admission 2024

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ | bou mba admission 2024

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক দুই বছর মেয়াদী এমবিএ কোর্স এই আবেদন শুরু হবে ২৬ শে জুন ২০২৪ থেকে।এ পর্যায়ে আমরা এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি সকল গুরুত্বপূর্ণ তারিখ এবং তথ্যসমূহ জেনে নেই।
এক নজরে গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্যসমূহ
  • আবেদনের শুরুর তারিখ:-২৬ জুন,২০২৪   
  • আবেদনের শেষ তারিখ:-১৯ সেপ্টেম্বর ২০২৪
  • আবেদন ফি:-৬০০ টাকা
  • এডমিট কার্ড ডাউনলোড শুরু:-১০ সেপ্টেম্বর ২০২৪
  • এডমিট কার্ড ডাউনলোডের শেষ তারিখ:- ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • মৌখিক পরীক্ষার তারিখ:-২৭ সেপ্টেম্বর ২০২৪
  • মৌখিক পরীক্ষা শুরু:-সকাল ০৯ টা থেকে
  • মেধা তালিকা প্রকাশ:-০৩ অক্টোবর ২০২৪
  • হেল্প লাইন নাম্বার:-০১৬১৮৯৭৭২৩৭

BOU MBA fee

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবি আবেদন ফি ৬০০ টাকা।

বাউবি এমবিএ আবেদন যোগ্যতা

ব্যবসায়ী শিক্ষা বিভাগ,মানবিক বিভাগ, সামাজিক বিজ্ঞান,বিজ্ঞান বিভাগ হতে যেকোনো বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীগণ এমবিএ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
ভর্তির জন্য নূন্যতম ৮ পয়েন্ট থাকতে হবে এবং মৌখিক পরীক্ষায় কমপক্ষে দুই নম্বর পেতে হবে।
এছাড়াও বিবিএ এর শিক্ষার্থীগণ সিজিপিএ ২.৭৫ তে উত্তীর্ণ হলে সরাসরি এমবিএ প্রোগ্রামে ৩য় সেমিস্টার এ ভর্তি হতে পারবেন।

এমবিএ ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজ

ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। এছাড়াও মৌখিক পরীক্ষার দিন সকল সনদপত্রের মূল কপি নিয়ে আসতে হবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হেল্পলাইন
এমবিএ ভর্তির ক্ষেত্রে কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে হবে।
  1. ডিন,ওপেন স্কুল: ৯২৯১১০৯; ০৯৬৬৬৭৩০৭৩০/৬৩৫
  2. আঞ্চলিক কেন্দ্র,ঢাকা:০১৭১২১৩৬৯৩৯
  3. আঞ্চলিক কেন্দ্র,রংপুর: ০১৭১৫২৭০৭৯২
  4. আঞ্চলিক কেন্দ্র,বগুড়া: ০১৭২০১১৮৬৫৫
  5. আঞ্চলিক কেন্দ্র,বরিশাল: ০১৯৭২০০৮১৫৬
  6. আঞ্চলিক কেন্দ্র,চট্টগ্রাম: ০১৯৬৫৭৭০৩৩১
  7. আঞ্চলিক কেন্দ্র,রাজশাহী: ০১৭১৬১৪৫৯৭৫
  8. আঞ্চলিক কেন্দ্র,সিলেট: ০১৯১৮১২১৯২২
  9. আঞ্চলিক কেন্দ্র,ফরিদপুর: ০১৭১৭০৬৪৯৩০
  10. আঞ্চলিক কেন্দ্র,খুলনা: ০১৯১৩৭৬৭৪২১ আঞ্চলিক কেন্দ্র,যশাের: ০১৯২১১৫৭০১৫
  11. আঞ্চলিক কেন্দ্র,কুমিল্লা: ০১৭১৭২৬৩১৬৮
  12. আঞ্চলিক কেন্দ্র,ময়মনসিংহ: ০১৯২০৯৫৫৮০৯

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ খরচ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ করতে প্রতি কোর্সে ২৫০০ টাকার মতো কোর্স ফি লাগে। তবে বিভিন্ন বছরে কোর্স ফি পরিবর্তন হয়।তাই ভর্তি হওয়ার পূর্বে তাদের ওয়েবসাইট থেকে কোর্সের সম্পূর্ণ ডিটেইলস জেনে ভর্তি হবেন।

এমবিএ কি | MBA full meaning

এমবিএ এর পূর্ণরূপ হল Masters of Business Administration.এমবিএ কোর্স মূলত দুই বছরে হয়ে থাকে। এই দুই বছরে আলাদা আলাদা বিষয়ের উপর টোটাল চারটি সেমিস্টারে পরীক্ষা দিতে হয়।এই পোস্টগুলোতে প্রধানত ম্যানেজমেন্ট এবং মার্কেটিং সম্পর্কে শেখানো হয়। এটি পোস্ট গ্রাজুয়েট কোর্সের একটি।
নির্দিষ্ট রিকোয়ারমেন্টের ভিত্তিতে এমবিএ কোর্সে ভর্তি হওয়া যায় যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ভেদে আলাদা হয়ে থাকে।কমার্স,আর্টস এবং সাইন্স যে কোন বিভাগের শিক্ষার্থীরাই এমবিএ পড়তে ভর্তি হতে পারবে।
সাধারণত যারা বিবিএ বা ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্সটি করে থাকে তারাই এমবিএ কোর্সে বেশি ভর্তি হতে দেখা যায়।বর্তমান বিশ্বে কোম্পানির জবগুলোতে এই কোর্সের মাধ্যমে জব পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।তাই আর্টিকেলের এই পর্যায়ে এমবিএ কোর্সে ভর্তি হওয়ার জন্য কি যোগ্যতা দরকার সেটা জেনে নিব।

এমবিএ ভর্তি যোগ্যতা

বিভিন্ন বিশ্ববিদ্যালযয়ে এমবিএ ভর্তির জন্য আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে।যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিজিপিএ ২.৫ থাকলেই এমবিএর সুযোগ পাবেন। এছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২.৭৫ থাকলে আপনি সরাসরি তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবেন।মূলত ভর্তি যোগ্যতা যেকোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে।
এমবিএ করতে কত বছর লাগে
সাধারণত এমবিএ কোর্সটি দুই বছরের হয়ে থাকে তার মধ্যে টোটাল চারটি সেমিস্টার এখন কি কোর্সটি কমপ্লিট করতে হবে। প্রথম বছরে সকল স্টুডেন্টদের একই সাবজেক্ট পড়ানো হয়। দ্বিতীয় বছরে স্টুডেন্টের স্পেশালাইজেশন অনুযায়ী বিভিন্ন সাবজেক্ট এর উপর বাকি করছি সম্পন্ন করানো হয়।

এমবিএ খরচ

পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালযয়ে এমবিএ খরচ আলাদা হয়ে থাকে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধীনে এমবিএ কোর্স করতে ৮০ হাজার টাকা লাগতে পারে।উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতি কোর্সের ফি ২৫০০ টাকা করে।
এমবিএ কেন করবেন
বর্তমান বিশ্বে কোম্পানি কিংবা অন্যান্য সেক্টরে ভালো স্যালারিতে এমবিএ ডিগ্রিধারীদের জব অফার করা হয়।
দেশ এবং দেশের বাইরে বড় পদে জবের সুবিধা
অন্যান্য কোর্শগুলোর তুলনায় বেতন অনেক বেশি
এমবিএ করার পর পিএইচডি করার মাধ্যমে ভালো একটি বিশ্ববিদ্যালয় শিক্ষাগতা করার সুযোগ
এছাড়াও আপনি চাইলেই নিজস্ব start up ও শুরু করতে পারবেন।
এমবিএ সাবজেক্ট
এমবিএর প্রথম বর্ষে সবাইকে জেনারেল সাবজেক্ট পড়ানো হলেও দ্বিতীয় বর্ষে আপনি নির্দিষ্ট একটি বিষয়ে আপনার এমবিএ কোর্স সম্পূর্ণ করতে পারবেন। চলুন দেখা যাক এমবিএ অধিভুক্ত কোন বিষয়গুলো রয়েছে
  • Finance
  • Marketing management
  • Human resource
  • Healthcare management
  • banking
  • Rural management
  • Information Technology
  • Supply chain management
এমবিএ বেতন
কোন নির্দিষ্ট কোম্পানির কোন সেক্টরে আপনি কাজ করছেন তার উপর নির্ভর করে বেতন নির্ধারণ করা হবে। তবে কিছু কমন স্ট্যান্ডার্ড দেখা যায় বেতনের ক্ষেত্রে। চিঠি এখন তুলে ধরব
  • Sales Manager - 10 lakh
  • Marketing Manager - 10 lakh 
  • Product Manager - 15 lakh 
  • Project Manager - 13 lakh  
  • Telecom Manager - 7 lakh 
  • Finance Manager - 10 lakh 
  • Human Resource Manager - 4 lakh   Operation Manager - 7 lakh 
  • Data Analytics Manager - 14 lakh 

FAQ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কি কি লাগে?
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেকোনো প্রোগ্রামে ভর্তি হতে কিছু ডকুমেন্টস সবসময় দরকার হয়।
  • অনলাইন জন্ম সনদ
  • জাতীয় পরিচয় পত্র
  • সকল সার্টিফিকেট এবং মার্কশিট এর মূল কপি
  • সকল সার্টিফিকেট এবং মার্কশিটের সত্যায়িত ফটোকপি
  • পাসপোর্ট সাইজের ছবি 
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি কখন?
২০২৩-২৪ শিক্ষাবর্ষের অধীনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ০৭ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড কি?
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তথা বাউবি ২১ শে অক্টোবর ১৯৯২ সালে  প্রতিষ্ঠিত হয়।এ প্রধান ক্যাম্পাস  গাজীপুর জেলার বোর্ডবাজারে অবস্থিত এবং এটি ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফি কত?
বিভিন্ন কোর্সে ভিত্তিতে ফি বিভিন্ন রকম হয়ে থাকে।যেমন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ৫০০ টাকা।
উন্মুক্ত থেকে কি জেনারেলে ভর্তি হওয়া যায়?
হ্যাঁ যায়। আপনি উন্মুক্ত কলেজ থেকে এইচএসসি পাশ করে জেনারেল কলেজে অনার্স ও ডিগ্রিতে ভর্তি হতে পারবেন।
BOU এর পূর্ণরূপ কি
Bou এর পূর্ণ Bangladesh Open University তথা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ে কি বিসিএসে দেওয়া যায়
চাকুরির বয়স থাকলে আপনি অবশ্যই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে সনদ নিয়ে বিসিএস এর পরীক্ষা দিতে পারবেন। তবে আপনি যদি শুধু ডিগ্রী কোর্স কমপ্লিট করে থাকেন তাহলে আপনাকে মাস্টার্স কোর্সও সম্পন্ন করতে হবে।
আর যদি কেউ তিন বছর মেয়াদী অনার্স অথবা পাস কোর্স পড়ে থাকেন,তাহলে তাকেও বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই মাস্টার্স পাশ করতে হবে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কি সরকারি?
হ্যাঁ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফারকৃত ডিগ্রী গুলি সরকারি প্রাথমিক সার্টিফিকেট এর সমমান।
আজকের আর্টিকেলের শুরুতেই আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ নিয়ে আলোচনা করেছি।এক্ষেত্রে ভর্তির বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্য আমাদের কমেন্টসে জানাবেন।
এমবিএ কোর্স ভর্তির বিষয়ক একটি কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি যাতে নতুনরা সহজেই এমবিএ কোর্সের ব্যাপারে ধারণা পেতে পারে।তবে এমবিএ কোর্স সংক্রান্ত আপনাদের আরো যদি কোন প্রশ্ন থেকে থাকে কিংবা এই রিলেটেড জব বা চাকরির জন্য কিভাবে আবেদন করবেন এই বিষয়ে জানতে চাইলে আমাদের কমেন্টসে জিজ্ঞেস করতে পারেন।

Please Share this On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url