নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ সম্প্রতি প্রকাশিত হয়েছে।এনএসইউ স্প্রিং সেমিস্টারের আবেদন যোগ্যতা,বিভিন্ন অনুষদ অধিভুক্ত সাবজেক্টের জন্য আলাদা জিপিএ রিকোয়ারমেন্ট এবং নির্দিষ্ট গ্রেড পয়েন্ট সম্পর্কিত সকল তথ্য নিয়ে আজকের আর্টিকেল সাজানো হয়েছে।আর্টিকেলের শুরুতেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।আর্টিকেলে শেষের দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্পর্কিত কিছু কমন প্রশ্ন এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হলো।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪,North south university admission circular 2024

 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

১. আবেদনকৃত শিক্ষার্থীকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় সম্মিলিত জিপিএ ৮.০ থাকতে হবে এবং প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ  ৩.৫০ থাকতে হবে। 

২.জিসিই ও-লেভেল ও এ-লেভেল এর শিক্ষার্থীদের ক্ষেত্রে পাঁচটি বিষয়ে  গড় গ্রেট পয়েন্ট নূন্যতম ২.৫ সাথে ৫ টি বিষয়ে O-লেভেল থাকতে হবে এবং দুটি বিষয়ের গ্রেড পয়েন্ট গড়ে ২.০০ সহ A-লেভেল পাশ করতে  হবে।

O এবং A লেভেলে শুধুমাত্র ১ টি তে E গ্রেড গ্রহণযোগ্য।

৩. আইবি ডিপ্লোমা প্রোগ্রাম তথা (আইবি-ডিপি)বা ইউ এস হাই স্কুল ডিপ্লোমা অথবা এর সমতুল্য। 

বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ছাড়া যে সকল শিক্ষার্থীরা ভর্তি হতে ইচ্ছুক তাদের যোগ্যতা যাচাই করার জন্য অবশ্যই ভর্তি-অফিসে যোগাযোগ করতে হবে।

৪. এছাড়াও বিদেশি আবেদনকারী শিক্ষার্থীদের জন্য তাদের একাডেমিক ট্রান্সক্রিপ ও প্রাথমিক স্ক্যানিংয়ের জন্য দুইজন রেফারির নাম admission@northsouth.edu এই ওয়েবসাইটে পাঠাতে হবে।তাদের শিক্ষাগত যোগ্যতার যাচাই করানোর পর ভর্তি অফিস থেকে সরাসরি ভর্তির জন্য অবহিত করা হবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা কিছু ডিসিপ্লিনের জন্য কিছু নির্দিষ্ট সাব্জেক্ট বা কিছু রিকুয়ারমেন্ট রয়েছে।

 

নর্থ সাউথ ইউনিভার্সিটির বিষয়ভিত্তিক ভর্তির যোগ্যতা

স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্সের আন্ডারে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম সমূহের জন্য প্রার্থীকে অবশ্যই  কিছু রিকুয়ারমেন্ট পূরণ করতে হবে৷

 

প্রোগ্রাম:-বিএসসি(CSE,EEE,ETE,CEE)
আবেদন যোগ্যতা:-


১.এইচএসসিতে গণিত এবং পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। 

২.গণিত ও পদার্থবিজ্ঞানসহ এ-লেভেলের শিক্ষার্থীদের সি এবং ই গ্রেট থাকতে হবে।

৩.ও লেভেলের শিক্ষার্থীদের জন্য  গণিত ও পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম সি গ্রেট  এবং এ লেভেলেও নূন্যতম সি গ্রেডসহ উভয় সাব্জেক্ট থাকতে হবে৷

 

প্রোগ্রাম:-ব্যাচেলর অফ আর্কিটেকচার
আবেদন যোগ্যতা:-


১.আবেদনকৃত শিক্ষার্থীদের এইচএসসিতে ন্যূনতম বি গ্রেড এবং এ লেভেলের শিক্ষার্থীদের জন্য সি গ্রেড সহ গণিত ও পদার্থবিজ্ঞান থাকতে হবে।

 

প্রোগ্রাম:-বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি

আবেদন যোগ্যতা:-

১.ভর্তিচ্ছুক প্রার্থীদের এসএসসি বা এইচএসসি অথবা ও/এ লেভেলে অবশ্যই বায়োলজি এবং কেমিস্ট্রি থাকতে হবে।

 

প্রোগ্রাম:-বিফার্ম(BPharm)প্রফেশনাল
আবেদন যোগ্যতা:-

আবেদনকৃত শিক্ষার্থীকে রসায়ন এবং জীববিজ্ঞানে আলাদাভাবে বি গ্রেড পেতে হবে,গণিতের সি গ্রেড এবং এইচএসসি/এ-লেভেল পরীক্ষার পদার্থবিদ্যায় উর্ত্তীর্ণ হতে হবে।

বিশেষ দ্রষ্ট্রব্য:-
১.শিক্ষার্থীকে অবশ্যই চলতি বছরে বা এর আগের বছরে এইচএসসি বা এ-লেভেলে উত্তীর্ণ হতে হবে৷

২.শুধুমাত্র বসন্ত এবং গ্রীষ্মকালীন সেশনের জন্য আবেদন করতে পারবে। 

 

নর্থ সাউথ ইউনিভার্সিটি সাব্জেক্ট লিস্ট|north south university subject list

 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বর্তমানে ৪ টি অনুষদের অধীনে ১০ টি ডিপার্টমেন্ট রয়েছে।

১.ব্যবসা ও অর্থনীতি অনুষদ:-এই অনুসদের অধীনে সাবজেক্ট সমূহ:-


  • অর্থ ও হিসাব বিজ্ঞান বিভাগ

  • অর্থনীতি বিভাগ

  • ব্যবস্থাপনা বিভাগ

  • মার্কেটিং এবং আন্তর্জাতিক ব্যবসা বিভাগ

২.স্বাস্থ্য ও জীববিজ্ঞান অনুষদ:এই অনুষদের অধীনে সাবজেক্ট গুলো হলো:-


  • পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ

  • বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি বিভাগ

  • ফার্মাসিউটিক্যাল সাইন্স বিভাগ

  • জনস্বাস্থ্য বিভাগ

৩.প্রৌকশল ও ভৌত বিজ্ঞান অনুষদ:-


  • স্থাপত্য বিভাগ

  • তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগ

  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এ স্নাতক

  • পরিবেশ ও পুরকৌশল বিভাগ

  • তড়িৎ প্রকৌশলে স্নাতক(বিএসইইই)

  • গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগ

  • তড়িৎ ও টেলিযোগাযোগ প্রকৌশল এ স্নাতক(বিএসটিই)

৪.মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদ:-


  • ইংরেজি ও ভাষাতত্ত্ব বিভাগ

  • আইন বিভাগ

  • ইতিহাস ও দর্শন বিভাগ

  • রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ

এনএসইউ ভর্তি পরীক্ষায় কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে?

এনএসইউ ভর্তি পরীক্ষার হলে ডিজিটাল ঘড়ি, ক্যলকুলেটর,ট্যাব,ক্যামেরা ও হ্যান্ডব্যাগ নিয়ে যাওয়া যাবে না।

 

FA’Q


নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

http://www.northsouth.edu/

 

নর্থ সাউথ ইউনিভার্সিটি টিউশন ফি

প্রতি সেমিস্টারে অ্যাক্টিভিটিস ফি,লাইব্রেরি ফি,কম্পিউটার ফি,ল্যাব ফি এবং অন্যান্য ফি সহ সর্বমোট না হাজার ৫০০ টাকা দিতে হয়।
যেহেতু ১২ সেমিস্টার তাই মোটখরচ:-

২*৯৫০০=১১৪০০০ টাকা


এছাড়াও ভর্তি হতে মোট

২৫০০০+১০০০০+১০০০=৩৬০০০ টাকা লাগে।


নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এ মোট খরচ আসে

 ৮৪৫০০০+১১৪০০০+৩৬০০০=৯৯৫০০০ টাকা।

 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ভর্তি হতে

২৫০০০+১০০০০+১০০০=৩৬০০০ টাকা লাগে।

 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ঢাকার খিলক্ষেত থানার বসুন্ধরা আবাসিক এলাকায়  অবস্থিত যা ২০০৯ সালের ৯ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমী কার্যক্রম শুরু করে।বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাবেদ মুনির।

 

নর্থ সাউথ ইউনিভার্সিটি কত একর?

নর্থ সাউথ ইউনিভার্সিটির ৭ একর জমির উপর অবস্থিত। এই ক্যাম্পাস এর ১২৫০০০ বর্গফুট ফ্লোরস্পেস রয়েছে।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এ তিনটি বেসমেন্ট সহ টোটাল 6 টি ভবন রয়েছে।

 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পড়তে কত টাকা লাগে?


ভর্তি খরচ:-৩৬০০০ টাকা
১২ সেমিস্টারে ফি:-১১৪০০০ টাকা
মোট খরচ:- ৯৯৫০০০ টাকা।

 

এনএসইউতে কি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং আছে?


উত্তর:-না

এনএসইউতে কয়টি সেমিস্টার থাকে?

নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিটি শিক্ষাবর্ষে ৩ টি সেমিস্টার অফার করে থাকে।
স্প্রিং সেমিস্টার:-স্প্রিং সেমিস্টার জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মঙ্গলবার থেকে শুরু হয় ও এটি ১৩ সপ্তাহ ধরে চলতে থাকে।
গ্রীষ্মকালীন সেমিস্টারের ক্ষেত্রে মে মাসের তৃতীয় সপ্তাহের মঙ্গলবার থেকে সেমিস্টার শুরু হয় এবং ১৩ সপ্তাহ পর্যন্ত চলতে থাকে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কোন সাবজেক্ট ভালো?



টাইমস হায়ার এডুকেশন(THE)ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রাঙ্কিং,২০২৩ অনুযায়ী নর্থ সাউথ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর জন্য বাংলাদেশে #1বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি ইনস্টিটিউট সমূহ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন ইনস্টিটিউটের নাম:-


  • কনফুসিয়াস ইনস্টিটিউট
  • ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ
  • এনএসইউ জিনোম রিসার্চ ইনস্টিটিউট(এনজিআরআই)
  • এনএসইউ গ্লোবাল হেলথ ইনস্টিটিউট(এনকিএইচআই)
  • ক্যারিয়ার এবং প্লেসমেন্ট সেন্টার(সিপিসি)
  • ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেল(আইকিউএসি)
  • সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি এন্ড গভর্নেন্স
  • সেন্টার ফর ইনফ্রাস্ট্রাকচার রিসার্চ এন্ড  সার্ভিসেস
  • এনএসইউ সেন্টার ফর বিজনেস রিসার্চ
  • স্টুডেন্ট কাউন্সিলিং সেন্টার

 

নর্থ সাউথ ইউনিভার্সিটির লাইব্রেরী


নর্থ সাউথ ইউনিভার্সিটি
লাইব্রেরী বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসের দক্ষিণ পূর্ব দিকে প্রায় ৭০,০০০ বর্গফুট জায়গা নিয়ে অবস্থিত।বিশ্ববিদ্যালয় টির লাইব্রেরি তাদের নিজস্ব পাঠাগার ব্যবস্থাপনা সফটওয়্যার দ্বারাই পরিচালিত হয়ে থাকে।
এই লাইব্রেরিটিই বাংলাদেশের সর্ব প্রথম  স্বয়ংক্রিয় লাইব্রেরী হিসেবে পরিচিত।লাইব্রেরির সফটওয়্যার গুলোর মধ্যে রয়েছে:-
অনলাইন জার্নাল সংগ্রহশালা,টেক্সট ই-বুক,ইন্টারনেট ভিত্তিক সার্কুলেশন,আর এক আইডি সিস্টেম ইত্যাদি।  এছাড়াও লাইব্রেরির একটি ইতিবাচক দিক হলো এখানে প্রায় ১২০০ শিক্ষার্থীরও অধিক শিক্ষার্থীর ধারণ ক্ষমতা রয়েছে৷ লাইব্রেরীতে বইয়ের সংখ্যা টোটাল ৪৯,৫০০ টি। এছাড়াও ৫০ হাজার অনলাইন বই,৬০০০ টি জার্নাল ও পত্রিকা এবং ২২৬ টি ডিভিডি ও অডিও,১৮৯০ টি সিডি রম এবং ১৫৯ টি অডিও ক্যাসেট রয়েছে৷সর্বোপরি এনএসইউ এর লাইব্রেরি প্রতিদিন প্রায় গড়ে ২০০০ এর বেশি শিক্ষার্থী ব্যবহার করে থাকে।

 

নর্থ সাউথ ইউনিভার্সিটির যোগাযোগ

North South University


Address:-Plot #15,Block-B,Bashundhara,Baridhara,Dhaka-1229

 

নর্থ সাউথ ইউনিভার্সিটি ওয়েবসাইট
resistrar@northsouth.edu

 

সবশেষে,
আপনি যদি উচ্চশিক্ষার জন্য একটি ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সন্ধান করে থাকেন,তাহলে নিঃসন্দেহে নর্থ সাউট বিশ্ববিদ্যালয় কে পছন্দের অগ্রাধিকার রাখতে পারেন।র‍্যাংকিং থেকে শুরু করে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসসহ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলোর রিসেন্ট কয়েক বছরের অভাবনীয় উন্নতির জন্য,প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি নির্দ্বিধায় অনেকেরই পছন্দের শীর্ষে রয়েছে।আজকের আর্টিকেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সেমিস্টারের সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি৷ আপনাদের যদি কোন প্রশ্ন থাকে বা বিজ্ঞপ্তি নিয়ে কোন কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন।এছাড়াও প্রয়োজনীয় কোন তথ্য মিস গেলে কমেন্ট সেকশনে লিখার জন্য অনুরোধ রইল।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top