পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন

নতুন বাসাবাড়ি বা দোকানপাট তৈরি করার পরে পল্লী বিদ্যুৎ মিটার অনলাইনে আবেদনের জন্য আপনারা অনেকেই নানা ধরণের সমস্যার শিকার হয়ে থাকেন।আবার অফলাইনে নানা হয়রানির শিকারও হতে হয় কেননা নতুন মিটার এনে দিব বলে দালালরা প্রায় মানুষ থেকেই মোটা অংকের টাকা নিয়ে থাকে।এইসব সমস্যা দূর করতেই, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন কার্যক্রম চালু করেছে৷চলুন দেখে নিই,অনলাইনের মাধ্যমে কিভাবে পল্লী বিদ্যুৎ এর নতুন মিটারের জন্য আবেদন করবেন।

পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন

পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন,palli bidyut meter abedon

পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন

পল্লী বিদ্যুৎ মিটার অনলাইনে আবেদন করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি থেকে কিছু শর্ত প্রদান করা হয়েছে৷এছাড়াও আবেদনের জন্য আরো কিছু ডকুমেন্টস যোগ করতে হবে।তাই প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার ফোল্ডারে সেই ডকুমেন্টসগুলো নিয়ে সেইভ রাখুন।সবশেষে আবেদনের জন্য ইন্টারনেট সংযোগ লাগবে অবশ্যই।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত

অনলাইনে মিটারের জন্য আবেদন করতে মাত্র একশত পনেরো(১১৫ টাকা) লাগবে।আপনি চাইলে রকেটে অথবা সরাসরি অফিসে গিয়েও আবেদন ফি জমা দিতে পারবেন৷ 

পল্লী বিদ্যুৎ মিটার আবেদনের শর্ত

অনলাইনে আবেদনের পূর্বে পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃক কিছু শর্তাবলী পালন করতে হবে।পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট এ গিয়ে হোম পেইজে গেলেই আপনারা শর্তাবলি দেখতে পাবেন৷তবে আপনাদের সুবিধার্থে আমরা এখন শর্তগলো গুছিয়ে উল্লেখ করব

  • আবেদনকারীর ছবি, আবেদনকারীর জাতীয়পরিচয়পত্র আবেদনের সময় সংযুক্ত করতে হবে৷ 
  • সংযোগস্থলের মালিকানা প্রমাণ করার জন্য সেই জমির খারিজ বা দলিলের স্ক্যান কপি আবেদনের সময় সংযুক্ত করতে হবে৷ 
  • সার্ভিস ড্রপের দূরত্ব ১৩০ ফুটের মধ্যে হতে হবে৷সার্ভিস ড্রপ হলো সংযোগস্থল হতে সার্ভিস পোল বা খাম্বার দূরত্ব 
  • সার্ভিস ড্রপ খুবই গুরত্বপূর্ণ কেননা এর উপরই তারের দৈর্ঘ্য বেশি বা কম হতে পারে।সঠিক তথ্য না দিলে পরে সংযোগ পেতে দেরি হবে৷তাই সার্ভিস ড্রপ এর দূরত্ব সঠিকভাবে মেপে দিতে হবে৷ 
  • লোড যদি ৮০ কিলোওয়াট এর বেশি হয় তাহলে এইচটি সংযোগের নিয়মাবলিগুলো প্রযোজ্য হবে। 
  • অনলাইনে সমিতি কর্তৃক সার্ভে করার পরে প্রয়োজনীয় অর্থ (আবেফন ফি,নিরাপত্তা জামানত,মেম্বারশীপ ফি) এর নির্দেশনা SMS এর মাধ্যমে জানানো হবে৷ 
  • SMS এর পাওয়ার জন্য অবশ্যই আপনার সক্রিয় মোবাইল নাম্বারটি দিবেন। 
  • আবেদনের সময় ফরমের লাল(* মার্ক) দেওয়া অপশন গুলো পূরণ করা বাধ্যতামূলক। 

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করতে কি কি লাগে?

অনলাইনে আবেদন করতে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস এর প্রয়োজন হবে৷ তবে আপনি যদি সরাসরি বা অফলাইনেও আবেদন করতে চান তবুও এই ডকুমেন্টস গুলোই দরকার হবে৷চলুন দেখে নিই পল্লী বিদ্যুৎ মিটার আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে-

  1. আবেদনকারীর নাম ও তার সক্রিয় মোবাইল নং এবং জাতীয় পরিচয়পত্রের(NID) নম্বর।
  2. আবেদনকারীর স্থায়ী এবং সংযোগস্থলের ঠিকানা। 
  3. সংযোগস্থলের জমির মালিকানার তথ্য এবং খতিয়ান নং এবং দাগ নং দিতে হবে৷ এছাড়াও প্রমাণ হিসেবে দলিল বা খারিজের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে৷ 
  4. যেই ট্রান্সফরমার হতে বিদ্যুৎ সংযোগ নিতে চান,সেই ট্রান্সফরমারের অধীনে আপনার পার্শ্ববর্তী গ্রাহকের হিসাব নং এবং বই নং সংগ্রহ করে রাখুন।
  5. সার্ভিস পোলের(নিকটবর্তী) দূরত্ব ১৩০ ফুটের কম বা বেশি হয় কিনা তা মেপে নিন
  6. আপনার বাসায় ইলেকট্রিক ডিভাইস যেমন ফ্যান,লাইট,টিভি,ফ্রিজ ইত্যাদির লোডের হিসাব অনুযায়ী সংযোগ ব্যবহার করা হবে।এক্ষেত্রে বিদ্যুৎ বিলের পরিমাণ ব্যবহৃত ইলেকট্রিক ডিভাইসের উপর নির্ভর করবে।
  7. গ্রাউন্ড রডের ক্যাশ মেমোর ছবি অথবা স্ক্যান করা ছবি কপি সংগ্রহ করুন যা আপনার হাউজ ওয়্যারিং নিশ্চিত প্রমাণ করার জন্য দরকার হবে।

👉চুলকানি দূর করার ক্রিম স্কয়ার

অনলাইনে মিটারের আবেদন 

পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করার জন্য উপরোক্ত শর্তগুলো পূরণ করতে হবে। সেই সাথে উক্ত ডকুমেন্টগুলো সংযুক্ত করে আপনি অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করতে পারবেন। চলুন দেখি নেই অনলাইনে কিভাবে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করবেন। 

প্রথম ধাপ:-ওয়েবসাইটে প্রবেশ করুন

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি হতে নতুন সংযোগ নেওয়ার জন্য প্রথমেই পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়াল ওয়েবসাইট যথা

www.rebpbs.com

এ প্রবেশ করুন।প্রবেশ করতে উক্ত লিংকটিতে ক্লিক করুন এবং এখানে আবেদনের অফিসিয়াল পেজটি ওপেন হবে

দ্বিতীয় ধাপ:- আবেদনকারী তথ্য প্রদান

এই পেইজে আপনারা "আবেদন করুন" লেখাটি দেখতে পাবেন।এখানে ক্লিক করলে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে।এই ফর্মে লাল রঙের চিহ্নিত স্টার(*) দেওয়া তথ্য গুলো অবশ্যই পূরণ করতে হবে।

প্রথমে লিস্ট হতে আপনার এলাকা অনুযায়ী পল্লী বিদ্যুৎ সমিতি ও জোনাল অফিস সিলেক্ট করুন। 

একক বাড়ি বা বাসার(আবাসিক) জন্য সংযোগের ট্যারিফ হিসেবে এলটি-এ সিলেক্ট করুন।যদি বহুতল ফ্ল্যাটের বাড়ি(আবাসিক) হয়ে থাকে তাহলে এমটি-এ সিলেক্ট করুন। 

এরপর আবেদনকারীর বিবরণ অংশে আপনার ব্যক্তিগত তথ্যাবলী প্রদান করুন।স্টার চিহ্নিত অংশগুলোতে অবশ্যই তথ্য প্রদান করবেন এবং যেখানে ইংরেজিতে লিখতে বলা হবে সেখানে সেটি ইংরেজিতে লিখুন।

ব্যক্তিগত তথ্যের মধ্যে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর,জন্ম তারিখ,ই-মেইল মোবাইল নম্বর,পাসপোর্ট নম্বর,ফোন নম্বর টিআইএন নম্বর ইত্যাদি তথ্যগুলো লিখতে হবে।

তৃতীয় ধাপ:-স্থায়ী ঠিকানা ও প্রস্তাবিত সংযোগস্থলের সঠিক বিবরণ 

এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ।প্রথমে আবেদনকারীর আইডি কার্ড অনুযায়ী স্থায়ী ঠিকানাটি পূরণ করুন(অবশ্যই ID কার্ড অনুযায়ী দিবেন)।

যেখানে সংযোগস্থল নিতে চান,সে তথ্যের বিবরণ প্রস্তাবিত সংযোগ স্থলের বিবরণ এর জায়গায় দিতে হবে।এক্ষেত্রে আপনি যেই জায়গা অনুযায়ী নামজারি অথবা দলিলের কপি সংযুক্ত করবেন, সংযোগস্থলের ঠিকানাও সেই অনুযায়ী হতে হবে।

চতুর্থ ধাপ:-জিওগ্রাফিক,কানেকশন,লোড এবং চাহিদাকৃত লোডের সঠিক তথ্যপূরণ 

আপনার নিকটবর্তী সার্ভিসপোল হতে সংযোগস্থলের দূরত্ব সঠিকভাবে মেপে নিন এবং সে অনুযায়ী জিওগ্রাফিক তথ্য প্রদান করুন।যদি মাপ ভুল হয় তাহলে কেবল অথবা তারের সংযোগ পেতে সমস্যায় পড়তে হবে।

একই ট্রান্সফরমারের আওতায় নিকটবর্তী গ্রাহকের বই নং,হিসাব নং,মিটার নম্বর এবং পোল নম্বর পূরণ করতে হবে(ইংরেজিতে পূরণ করবেন)।এরপর স্থায়ী বা অস্থায়ী তা নির্ধারণ করুন। 

এর পরের অংশে কোন কোন ইলেকট্রনিক্স ডিভাইস সংযুক্ত থাকবে তার সংখ্যা নির্ধারণ করুন।

পঞ্চম ধাপ:-ডকুমেন্টস আপলোড এবং সম্মতি প্রদান  

এ ক্ষেত্রে আপনাকে যেই ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো হলো

  • আপনার ছবি
  • জাতীয় পরিচয়পত্র এবং
  • খারিজ 

আপলোড করার আগে একটি নির্দিষ্ট ফোল্ডারে সঠিক সাইজে সংরক্ষণ করুন।

এরপর পল্লী বিদ্যুৎ সমিতির শর্তগুলোর সাথে একমত আছেন তার জন্য খালি বক্সে টিক চিহ্ন দিন।

সবশেষে একটি ক্যাপচা কোড পূরণ করতে বলা হবে।সেটি পূরণ করে "সংরক্ষণ করুন" বাটনে ক্লিক করুন।

আবেদনপত্র প্রিন্ট 

সংরক্ষণ বাটনে ক্লিক করার পর আপনাকে একটি ট্যাকিং নম্বর এবং পিন নম্বর দেওয়া হবে।এটি কোথাও সেভ করুন বা লিখে রাখুন।কারণ পরবর্তীতে আবেদন সংক্রান্ত কোন তথ্য জানার জন্য আপনাকে এই ট্যাপিং নম্বর এবং পিন নম্বর ব্যবহার করতে হবে। 

তারপর আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন 

হাউজ ওয়্যারিং নিশ্চিত করুন 

এই পর্যায়ে আপনাকে আপনার বাসায় হাউজ ওয়্যারিং সম্পূর্ণ হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।এজন্য প্রয়োজনীয় ডকুমেন্টস হল

  1. গ্রাউন্ড রড ক্রয়ের মেমো বা রশিদ
  2. ট্যাকিং নম্বর
  3. পিন নম্বর  

এরপর ওয়েবসাইটের হোম পেজ এ গিয়ে মেনুবার থেকে হাউস ওয়্যারিং নিশ্চিত করুন এই লিংকে ক্লিক করতে হবে।লিংকে প্রবেশের পর ট্যাকিং নম্বর এবং পিন নম্বর দিতে বলবে।সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। 

সাবমিট অপশনে ক্লিক করার পর,হাউজ ওয়্যারিং নিশ্চিতের তথ্য চাইবে।"হাউজ ওয়্যারিং নিশ্চিত হয়েছে" এখানে সিলেক্ট করুন এবং গ্রাউন্ড রড কিনার মেমো বা রশিদের নাম্বারটি ইংরেজিতে লিখুন। 

সবশেষে রশিদ বা মেমোটি আপলোড করুন এবং বাড়ির ঠিকানা লিখুন।এ পর্যায়ে একটি ক্যাপচা কোড পূরণ করতে বলবে।কোডটি পূরণ করে সম্পূর্ণ বাটনে ক্লিক করুন।সঠিকভাবে পূরণ করলে হাউজ ওয়ারিং নিশ্চিত এমন একটি মেসেজ দেখাবে।

আবেদনের সংযোগ ফি পরিশোধ করুন 

পল্লী বিদ্যুৎ মিটারের আবেদনের সংযোগ ফি দুইভাবে পরিশোধ করা যায়

  • সরাসরি বিদ্যুৎ অফিস বা নির্ধারিত ব্যাংকে পরিশোধ করার মাধ্যমে 
  • রকেটের মাধ্যমে পরিশোধ করুন 

তবে সেফটির জন্য সংযোগ ফি সরাসরি পরিশোধ করলেই ভালো হয়।

আবেদনের অবস্থা অনুসন্ধান 

অনলাইনে আবেদন করার পর কোন সমস্যা আছে কিনা তা জানার জন্য 

www.rebpbs.com

ওয়েবসাইটে গিয়ে আবেদনের মেনুবার হতে "আবেদনের সর্বশেষ অবস্থা জানুন" এই অপশনটিতে ক্লিক করুন।

আপনার কাছে টাইপিং নম্বর এবং পিন নম্বরটি চাওয়া হবে। সঠিকভাবে পূরণ করে "সাবমিট করুন" বাটনে ক্লিক করুন 

এখানে আপনি আবেদনের সর্বশেষ আপডেটটি জানতে পারবেন।

FAQ

পল্লী বিদ্যুৎ নতুন মিটার নিতে কত টাকা লাগে 

পল্লী বিদ্যুৎ নতুন মিটারের আবেদন ফি ১১৫ টাকা 

সদস্য ফি:-৫০ টাকা 

জামানত:-প্রতি কিলোওয়াট এর জন্য ৪০০ টাকা(আবাসিক)

বাণিজ্যিক:-৮০০ টাকা

পল্লী বিদ্যুতের মিটারের জন্য আবেদন কিভাবে করব?

www.rebpbs.com লিংক এ থেকে পল্লী বিদ্যুতের মিটারের জন্য আবেদন করতে হবে।আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে আর্টিকেলে দেওয়া রয়েছে।

BREB কি সরকারি?

বাংলাদেশ পল্লী বিদ্যায়তায়ন বোর্ড(BREB) একটি সরকারি সংস্থা যা বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ বিতরণের জন্য কাজ করে আসছে।

👉ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কি

শেষ কথা 

আজকে আর্টিকেলে সহজ উপায়ে পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন করা সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনাদের উপকারে আসবে।আবেদনের সময় যেকোনো তথ্য বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্টে জানাবেন।

Please Share this On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url