বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম
সরাসরি বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম(বিনিময় একাউন্ট এর মাধ্যমে)সম্পতি চালু হয়েছে। আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ প্রক্রিয়াটি আজকের পোস্টে ব্যাখ্যা করব।সেই সাথে বিনিময় একাউন্ট কি এবং কিভাবে খুলবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে।
বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম | বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর নিয়ম
বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম | bkash to rocket money transfer
বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম বা মাধ্যম হলো বিনিময় অ্যাকাউন্ট যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত।যেহেতু বাংলাদেশ ব্যাংক বিনিময় একাউন্ট কে সরাসরি নিয়ন্ত্রণ করছে,সুতরাং নিঃসন্দেহে টাকা ট্রান্সফারের জন্য এটি একটি নিরাপদ মধ্যম।
অনলাইন মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলোর মধ্যে টাকা ট্রান্সফার নিয়ে আমরা অনেকেই ঝামেলা পোহাতে হয়েছে।বিশেষ করে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার কিংবা কিভাবে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার নিয়ে।যদিও রকেট এই সেবার অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত নগদকে সেবার অন্তর্ভুক্ত করা হয়নি,বিশেষ করে যখন আমি এই পোস্টটি লিখছি।
চলুন দেখে নিই বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম এবং রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফারের নিয়ম। সাথে আমরা এটাও জানবো এই সেবার জন্য কোন ফি প্রয়োজন হবে কিনা।
যেহেতু সম্পূর্ণ প্রক্রিয়াটি বিনিময় অ্যাকাউন্ট দ্বারা সম্পন্ন হবে, তাই প্রথমত বিনিময়ে একাউন্ট সম্পর্কে কিছুটা ধারণা দরকার।
বিনিময়ে একাউন্ট কি?
বিনিময় একাউন্ট হলো বাংলাদেশ ব্যাংকের এমন একটি সার্ভিস যার মাধ্যমে কিছু ব্যাংক এবং এমএফএস এর অভ্যন্তরীণ অর্থ লেনদেনের প্রক্রিয়াকে অধিকতর সহজ করে।এটি মূলত ভারতের ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেসের(ইউপিআই) এর আদলে তৈরি করা হয়েছে।আশা করা যায় ধীরে ধীরে সকল ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এই সেবার আওতায় অন্তর্ভুক্ত হবে।এই সেবার মাধ্যমে অভ্যন্তরীণ লেনদেন নিরাপদে সম্পন্ন হবে।
বিনিময় দিয়ে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফারের প্রক্রিয়া
যেহেতু বিনিময়ে একাউন্ট এর সাহায্যে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করা যায়,তাই সবার প্রথমে আপনার একটি বিনিময়ে একাউন্ট থাকতে হবে।
বিকাশ বিনিময় একাউন্ট ক্রিয়েট করা একেবারেই সহজ।আপনি আপনার বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিনিময়ে একাউন্টটি খুলে নিতে পারবেন।এটি মূলত ই-মেইল একাউন্ট এর মতো।আপনি ইমেইল একাউন্টে ব্যবহার করেই বিনিময় থেকে বিনিময় টাকা ট্রান্সফার করতে পারবেন।তবে বিনিময় একাউন্ট খোলার জন্য আপনার অবশ্যই ইটিআইএন নাম্বার লাগবে।
বিনিময় অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া
যেসব ব্যাংক বা এমএফএস সার্ভিস এই সিস্টেমটির আওতায় রয়েছে সেসব অ্যাপ এবং ওয়েবসাইটে বিনিময় অ্যাকাউন্ট খোলার অপশন রয়েছে।যেহেতু আজকের পোস্টে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার নিয়ে আলোচনা করছি,তাই বিকাশ থেকে কিভাবে বিনিময় একাউন্ট করবেন সেটাই দেখব।ধাপে ধাপে প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো।
- বিকাশ অ্যাপ এ গিয়ে "অন্যান্য সেবায়" বা "More service" অপশনে যাবেন। সেখানে আপনি বিনিময় অপশন দেখতে পাবেন।
- এবার আপনার ই-মেইল,পোস্টাল কোড, টিআইএন নাম্বার এবং ইউজার আইডি দিয়ে সফলভাবে একাউন্টটি খুলুন।
- তারপর আপনার পছন্দমতো ৬ডিজিটের পিন দিয়ে "Submit Click" করুন।
- বিকাশ অ্যাপ এ আপনার বিনিময় ইউজার আইডি সফলভাবে খোলা হয়েছে।আপনার প্রতিটি ব্যাংক অ্যাকাউন্ট এবং এমএফএস এর জন্য আলাদাভাবে বিনিময় আইডি খুলতে হবে। এটি মূলত ইমেইল আইডির মতো।
- এখন আপনার রকেট অ্যাপ এ ঢুকে একই ভাবে আপনার বিনিময়ে একাউন্টটি খুলে নিন।
- সাধারণত বিনিময় আইডি টু বিনিময় আইডিতে অথবা আদান-প্রদান হয়ে থাকে।
বিনিময় অ্যাকাউন্ট খুলতে আপনার প্রয়োজনীয় যা যা লাগবে
- ইমেইল একাউন্ট
- টি আই এন নাম্বার
- পোস্টাল কোড
বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম
- আপনার বিকাশে বিনিময় অপশনে আসুন।
- "Direct Pay" অপশনে ক্লিক করুন। তারপর আপনি কত টাকা পাঠাতে চান তার অ্যামাউন্ট এবং রেফারেন্স দিন।
- এরপর আপনার যেই বিনিময় আইডিতে টাকা পাঠাতে চান তা দিন এবং ৬ ডিজিটের পিন দিয়ে কনফার্ম করুন। এক্ষেত্রে রকেটে টাকা পাঠাতে চাইলে রকেটের বিনিময়ে আইডি দিবেন।
- লেনদেন সম্পূর্ণ হলে এই সংক্রান্ত স্টেটম্যান্টি দেখতে পারবেন।
- সবশেষে নিশ্চিত হওয়ার জন্য আপনার বিকাশ একাউন্ট চেক করে নেবেন।
রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফারের নিয়ম
- এক্ষেত্রে প্রথমে আপনাকে বিনিময়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।সেজন্য প্রথমে রকেট অ্যাপ এ গিয়ে বিনিময় অপশন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন।
- পূর্বের মতোই এক্ষেত্রেও আপনার ইমেইল, পোস্টাল কোড এবং টিআইএন নাম্বার প্রয়োজন হবে। বিকাশ বিনিময় একাউন্টে দেখানো পদ্ধতি অবলম্বন করেই রকেট বিনিময় একাউন্ট খুলে নিবেন।যদি কোন সমস্যায় পড়েন তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।রকেট বিনিময়ে একাউন্ট খোলা হলে বিনিময় টু বিনিময় আইডিতে পূর্বের মতোই টাকা লেনদেন করতে পারবেন।
বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে কোনো চার্জ কাটবে কিনা | bkash to rocket money transfer charges
হ্যাঁ।
বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফারের এই এই পদ্ধতিতে কিছুটা চার্জ কাটবে। যদিও প্রথমে এটি সম্পূর্ণ ফ্রি ছিল,তবে বর্তমানে বিনিময়ের মাধ্যমে টাকা লেনদেন করার জন্য আপনাকে কিছুটা চার্জ দিতে হবে।
রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর চার্জ
প্রদানকারী:-মোবাইল ব্যাংক বা এমএফএস
গ্রহণকারী:-মোবাইল ব্যাংক বা এমএফএস
ফি(%):-০.৭৫
গ্রাহক থেকে সার্ভিস চার্জ:-০.৫০
FAQ'S
বিকাশ থেকে রকেটে টাকা পাঠানো যায় কি?
বিকাশ থেকে সরাসরি রকেটে টাকা পাঠানো যায় না(২০২৪ সাল অনুযায়ী)।তবে আপনি চাইলে বিনিময় একাউন্ট ব্যবহার করে বিকাশ থেকে রকেট টাকা আনতে পারবেন।
রকেট থেকে রকেটে টাকা ট্রান্সফার
রকেট অ্যাপস ব্যবহার করে টাকা পাঠানোর জন্য
- প্রথমে রকেট অ্যাপসে প্রবেশ করুন
- এরপর আপনার মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগইন করে নিন
- এরপর send money অপশনে ক্লিক করুন
- এরপর যে নাম্বারে টাকা পাঠাবেন ওই নম্বরটি(রকেট নাম্বার)বসিয়ে দিন
- এরপর আপনি কত টাকা পাঠাবেন তা বসিয়ে দিন(১০০০ টাকা পাঠাতে চাইলে 1000 বসাবেন)
- এরপরে SUBMIT বাটনে ক্লিক করুন
- সবশেষে আপনার রকেট পিন লিখুন
এছাড়াও মোবাইলের মাধ্যমে পাঠাতে চাইলে
- প্রথমে,*322# এ ক্লিক করুন।এরপরে Send Money অপশনে ক্লিক করুন।
- Enter Mobile/Account No অপশনে ক্লিক করে যেই নাম্বারে পাঠাতে চান সেটি লিখুন।এরপরে send এ ক্লিক করুন।
- Enter Amount এ ক্লিক করে যত টাকা পাঠাবেন তা লিখুন।
- এরপরে পিন লিখুন।
রকেট থেকে কি বিকাশে টাকা পাঠানো যায়
রকেট থেকে সাধারণত বিকাশে টাকা পাঠানো যায় না।তবে আপনি চাইলে ব্যাংক একাউন্ট ব্যবহার করে রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে পারেন।
রকেট থেকে রকেটে টাকা পাঠানোর নিয়ম
রকেট অ্যাপ এ গিয়ে Send Money অপশনে ক্লিক করুন।এরপর যাকে টাকা পাঠাবেন তার নাম্বারটি বসিয়ে দিন এবং কত টাকা পাঠাবেন সে এমাউন্ট লিখে সাবমিট করুন।এবং সবশেষে আপনার পিন নাম্বারটি দিন এবং সাবমিটে ক্লিক করুন
নগদ থেকে রকেটে টাকা ট্রান্সফার
নগর থেকে রকেটে সরাসরি টাকা ট্রান্সফার করা যায় না।২০২৪ সাল নগদ এবং রকেটের নিয়ম অনুযায়ী এখনো এই অপশন চালু হয়নি,তবে ভবিষ্যতে হতে পারে।