নগদ ইসলামিক একাউন্ট খোলার নিয়ম

নগদ ইসলামিক একাউন্ট কি এবং কেন খুলবেন তা নিয়ে আপনাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে।বাংলাদেশে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন যারা সুদের লেনদেনের ব্যাপারে উদ্বিগ্ন থাকেন তাদের জন্য নগদ ইসলামী একাউন্ট হতে পারে একটি উপযুক্ত সেবা।তাই যেসকল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনেরা সুদের লেনদেন থেকে দূরে থাকতে চান আজকের আর্টিকেলটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নগদ ইসলামিক একাউন্ট কি | নগদ ইসলামিক একাউন্ট খোলার নিয়ম

নগদ ইসলামিক একাউন্ট খোলার নিয়ম | নগদ ইসলামিক একাউন্ট কি | Nagad Islamic Account


 নগদ ইসলামিক একাউন্ট খোলার নিয়ম | নগদ ইসলামিক একাউন্ট এর সুবিধা 

নগদ ইসলামি একাউন্ট কি, নগদ ইসলামি একাউন্ট এর সুবিধা,কিভাবে নগদ ইসলামি একাউন্ট খুলবেন এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে।আজকের পোস্টের শেষের দিকে নগদ ইসলামি একাউন্ট এর সুবিধা গুলো সহ nagad islamic account নিয়ে আপনাদের সকল প্রশ্নের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।  

আজকের আর্টিকেলটা যা যা থাকছে 

  • নগদ ইসলামি একাউন্ট কি? 
  • নগদ ইসলামি একাউন্ট এর সুবিধা
  • নগদ ইসলামি একাউন্ট খোলার পদ্ধতি।রেগুলার নগদ একাউন্ট কে কিভাবে নগদ ইসলামি একাউন্টে কনভার্ট করবেন
  • নগদ ইসলামিক অ্যাপ থেকে কিভাবে ব্যালেন্স চেক করবেন? 
  • নগদ ইসলামিক একাউন্ট নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর 

নগদ ইসলামি একাউন্ট কি? | nagad islamic account

নগদ ইসলামি একাউন্ট নগদের কোম্পানি কর্তৃক মুসলিম ভাইবোনদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।কেননা ইসলামে সুদকে সম্পূর্ণ রকম হারাম বলে নিষিদ্ধ করা হয়েছে।তাই অনেক মুসলিম ভাই বোনদেরই সুদের লেনদেন করতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়।  

বাংলাদেশ মোবাইল ব্যাংকিং সিস্টেমে নগদের আগে কেউ ইসলামিক একাউন্ট চালু করা সিদ্ধান্ত গ্রহণ করেনি। ইসলামিক ওয়েতে সম্পূর্ণ লেনদেন করার জন্য নগদের যে অ্যাকাউন্ট রয়েছে তাই হলো নগদ ইসলামিক একাউন্ট।  

ইসলামী একাউন্ট সম্পূর্ণ তদারকি করবেন শরিয়া সুপারভাইজার কমিটি।নগদের ইসলামিক একাউন্টের কার্যক্রম সম্পূর্ণ ইসলামিক উপায় হচ্ছে কিনা তার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই কমিটি গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।  

নগদ ইসলামি একাউন্ট এর সুবিধা | nagad islamic account benefits

আপনি যদি সুদের লেনদেন থেকে বিরত থেকে সম্পূর্ণ ইসলামী অনুশাসনের সাথে লেনদেন করতে চান তবে নগদ ইসলামী একাউন্টটি আপনার জন্য।আপনি শরিয়া মেনে সসম্পূর্ণ লেনদেন করতে পারবেন।পাশাপাশি কিছু বাড়তি সুবিধা রয়েছে।এ পর্যায়ে নগদ ইসলামী একাউন্ট এর সুবিধা সমূহ সম্পর্কে আলোচনা করা হলো:-

  • নগদ ইসলামী একাউন্টের মাধ্যমে আপনি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের সব ধরনের সার্ভিসগুলো শরীয়ত সম্মত উপায়ে উপভোগ করতে পারবেন।  
  • এই একাউন্টের অন্তর্ভুক্ত গ্রাহকদের ইসলামী একাউন্টে জমানো টাকার উপর কোন ধরনের সুদের বিনিময় হবে না।
  •  সাধারণ নগদ একাউন্টের ডোনেশনের ক্ষেত্রে কিছুটা লিমিট থাকে।কিন্তু ইসলামী নগদ একাউন্টের ক্ষেত্রে এই লিমিট থাকে না। 
  • এই একাউন্ট থেকে ইসলামিক ইন্সুরেন্সের প্রিমিয়াম পেইমেন্ট করা যাবে।
  • যেকোনো নগদ গ্রাহক চাইলে তার রেগুলার একাউন্টকে ইসলামিক একাউন্টে কনভার্ট করতে পারবেন।এ ক্ষেত্রে কোন ধরনের ফি প্রযোজ্য হবে না।
  • ট্রাভেলস প্যাকেজ এই ইসলামিক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা যাবে।  

নগদ ইসলামিক একাউন্ট খোলার নিয়ম | nagad islamic account opening online

আপনি যদি নগদের রেগুলার গ্রাহক হন তাহলে আলাদা করে নগদ ইসলামিক একাউন্ট খোলার প্রয়োজন নেই। আপনার রেগুলার নগদ একাউন্ট কে ইসলামিক একাউন্ট এ কনভার্ট করে নিতে পারেন।এই ক্ষেত্রে যা করতে হবে :-

নগদ অ্যাপসে গিয়ে My Nagad অপশনে গিয়ে Account type ইসলামিক করে নিতে হবে।রেগুলার নগদ একাউন্টকে ইসলামিক একাউন্ট এ কনভার্ট করার নিয়ম 
আপনার স্মার্টফোনে নগদ অ্যাপসটি ডাউনলোড করা থাকলে খুব সহজেই ইসলামিক একাউন্ট এ কনভার্ট করে নিতে পারবেন।যদি আপনার ফোনে নগদ অ্যাপসটি না থাকে তবে অবশ্যই আগে গুগল প্লে স্টোর থেকে Nagad অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।নিচে পর্যায়ক্রমে কিভাবে প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন তা দেখানো হলো :-

My Nagad অপশনে ক্লিক করুন

অ্যাপ এ লগইন করার পর আপনি যেই হোম পেজ দেখবেন,তার একদম নিচে ডান পাশে My Nagad অপশন পেয়ে যাবেন।মাই নগদ অপশনে ক্লিক করুন।  

Account type এ ক্লিক করুন

পরবর্তী পেইজে একাউন্টের বেশ কিছু সেটিংস সম্পর্কিত বিষয় দেখবেন। উপরে language অপশনের নিচে account type নামের একটি অপশন রয়েছে। account type অপশনের পাশে regular লিখা দেখতে পাবেন। যদি আপনি আপনার একাউন্ট ইসলামিক করতে চান, তবে account type অপশনে ক্লিক করুন।

পিন দিয়ে কনফার্ম করুন

নিরাপত্তার জন্য আপনার কাছে আপনার পিন নাম্বারটি চাইবে।বক্সে আপনি আপনার চার ডিজিটের গোপন নম্বরটি(PIN) দিন।তারপরে confirm অপশনে ক্লিক করুন। 

কনফার্ম এ ক্লিক করার পর আপনার রেগুলার নগদ একাউন্ট টি ইসলামিক একাউন্টে পরিবর্তন হয়ে যাবে। ইসলামিক একাউন্টে পরিবর্তন হওয়ার পরে নগদের পেজের সাভাবিক কালার পরিবর্তন হয়ে সবুজ কালার হয়ে যাবে। 

নগদ ইসলামিক এপ থেকে ব্যালেন্স চেক করার নিয়ম

নগদ ইসলামিক এপ থেকে ব্যালেন্স চেক করার জন্য প্রথমেই নগদের এপ এ গিয়ে পিন দিয়ে লগইন করুন। লগইন করার পরবর্তীতে উপরে 'Tap for Balance'বা "ব্যালেন্স দেখতে ট্যাপ করুন"এই অপশনটি দেখতে পাবেন।এখানে ক্লিক করলেই আপনার ইসলামিক একাউন্টে থাকা মোট ব্যালেন্স দেখতে পাবেন। 

Nagad islamic vs regular | নগদ ইসলামিক এমএফএস একাউন্ট এবং রেগুলার নগদ একাউন্টের মধ্যে পার্থক্য 

  • নগদ ইসলামিক এমএফএস একাউন্ট ইসলামিক শরিয়া ভিত্তিক একাউন্ট যেখানে কোন ধরনের সুদ প্রযোজ্য হয় না।এবং এটি শরীয়া সুপারভাইজার কমিটির নির্দাশনায় পরিচালিত হয়।
  • নগদ ইসলামিক একাউন্টে ক্যাশ আউটের ক্ষেত্রে প্রতি ১০০০ টাকা ক্যাশ আউটে ১৫ টাকা চার্জ দিতে হয়।নগদ রেগুলার একাউন্টে ক্যাশ আউটের ক্ষেত্রে প্রতি ১০০০ টাকা ক্যাশ আউটে ১২.৫০ টাকা চার্জ দিতে হয়।

nagad islamic cash out charge | নগদ ইসলামিক ক্যাশ আউট চার্জ

নগদ ইসলামিক একাউন্ট ২০২৪ অনুযায়ী প্রতি এক হাজার টাকায় ১৫ টাকা চার্জ প্রযোজ্য।

👉বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম

নগদ ইসলামিক একাউন্ট কিভাবে খুলব?

নগদ ইসলামিক একাউন্ট আলাদাভাবে খোলার কোন প্রয়োজন নেই।আপনি রেগুলার একাউন্ট থেকে ইসলামিক একাউন্টে কনভার্ট করলেই নগদ ইসলামিক একাউন্ট খোলা হয়ে যাবে।পোস্টে অ্যাকাউন্ট কনভার্ট করার বিষয়ে আলোচনা করা রয়েছে। 

Nid ছাড়া নগদ একাউন্ট কিভাবে খুলবো?

  • প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *167# লিখে ডায়াল করুন।
  • তারপর আপনাকে চার সংখ্যার পিনকোড সেট করতে দিবে৷পিন কোড লিখে এটি সংরক্ষণ করুন(পরবর্তীতে নগদ একাউন্টের সকল কাজে এটি দরকার হবে)
  • একবার পিন দেওয়ার পর পুনরায় আবার পিনকোড দিতে বলবে।পুনরায় কোড দিন।পিন সেট করার পরে আপনার নগদ একাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে যাবে।কোন এনআইডি কার্ডের দরকার হবে না।

FAQ's

নগদের ইসলামিক একাউন্ট সংক্রান্ত কিছু প্রশ্ন এবং উত্তর:-

১.আমি কিভাবে ইসলামিক অ্যাপ ব্যবহার করব?

আপনি আপনার নগদ অ্যাপ এ গিয়ে 'My Nagad' বা 'আমার নগদ' অপশনে গিয়ে 'Account type' বা 'একাউন্টের ধরণ' বা অপশনটিতে ক্লিক করে আপনার রেগুলার একাউন্ট থেকে ইসলামিক একাউন্টে কনভার্ট করতে পারবেন।নগদ গ্রাহনগন প্রতি মাসে শুধুমাত্র একবার অ্যাকাউন্ট এর ধরণ পরিবর্তন করার সুযোগ পাবেন।  

২.ইসলামিক অ্যাপ এ কনভার্ট করার জন্য কি ussd কোড ব্যবহার করা যাবে? 

ইসলামিক অ্যাপ এ কনভার্ট করার জন্য এখন পর্যন্ত নগদ ussd কোড ব্যবহারের নিয়ম চালু করেনি।ইসলামিক এপ এ কনভার্ট করার জন্য নগদের অ্যাপ ব্যবহার করলেই হবে।  

৩.নগদ ইসলামিক এমএফএস একাউন্টে আমি কি কি সার্ভিস এবং সুবিধা পাব?

নগদ ইসলামিক এমএফএস একাউন্টে আপনি শরিয়াহ সম্মত সকল ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন । 

৪.আমি কি ইসলামিক অ্যাপ এ মুনাফা পাব?

নগদ ইসলামী একাউন্টে থাকাকালীন অবস্থায় মুনাফা পর্যন্ত নয়।  

৬.নগদ ইসলামিক শরিয়াহ বোর্ড কিভাবে গঠন করেছেন? 

নগদ ইসলামি একাউন্ট ইসলামী স্কলারদের সমন্বয়ে গঠিত ৫ সদস্য বিশিষ্ট ইসলামিক সুপারভাইজার কমিটি দ্বারা নিয়ন্ত্রিত। 

৭.আমি কি ইসলামিক অ্যাপে ক্যাশব্যাক পাব?

ইসলামিক একাউন্টে থাকাকালীন কোন ধরনের মুনাফা প্রযোজ্য নয়। 

৮.নগদ ইসলামিক অ্যাপে ভাষা বাংলা করা যাবে কি? 

হ্যাঁ অবশ্যই করা যাবে।তার জন্য প্রথমে My Nagad অপশন থেকে একদম উপরের দিকে Language অপশন দেখতে পাবেন যেখানে আপনি আপনার পছন্দমতো ভাষা সহজেই সিলেক্ট করতে পারবেন।  

৯.নগদের যে অ্যাকাউন্ট টাইপ তা কতোবার পরিবর্তন করা যাবে? 

প্রতিমাসের নগদ একাউন্টে অর্থাৎ রেগুলার অথবা ইসলামিক একাউন্ট টাইপ থেকে প্রতি মাসে সর্বোচ্চ একবারই একটি একাউন্ট থেকে অন্য একাউন্টে পরিবর্তন করা যাবে।পুনরায় চেঞ্জ করতে গেলে আপনাকে পরের মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।  

১০.রেগুলার একাউন্টে ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে ২০ দিন ছিলাম।মুনাফার সকল শর্ত পূরণ সাপেক্ষে এখন ইসলামিক অ্যাপে ট্রান্সফার করার পর কি আমি উক্ত সময়ের জন্য প্রযোজ্য মুনাফা পাবো? 

নগদের রেগুলার একাউন্ট থেকে গ্রাহক যদি ইসলামিক একাউন্টে ট্রান্সফার হয়ে যায় তাহলে কোনো ধরণের মুনাফা প্রদান করা হয় না।

👉বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

শেষকথা

নগদ ইসলামিক একাউন্ট সম্পূর্ণ সুদের বিরুদ্ধে কাজ করে।এটি সম্পূর্ণ শরীয়ত সম্মত উপায়ে কাজ করে থাকে৷ইসলামে সুদকে সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে।তাই একজন মুসলিম হিসেবে অবশ্যই সুদ থেকে বিরত থাকতে হবে।বর্তমানে যেহেতু মোবাইল ব্যাংকিং সার্ভিস গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।তাই নগদের ইসলামিক একাউন্ট একটি উত্তম প্রন্থা হতে পারে টাকা লেনদেনের।

ইসলামিক একাউন্ট যেহেতু মুসলিম ভাই বোনদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, তাই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা আদান-প্রদানের জন্য নগদের এই একাউন্টটি বিশেষভাবে গ্রহণীয়। 

আজকের আর্টিকেলটি পড়ে খুব সহজে আপনারা তিনটি ধাপে ইসলামী একাউন্ট খুলতে পারবেন। তারপরও যদি কোন ধরনের সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।

Please Share this On:

Previous Post
No Comment
Add Comment
comment url