একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫(৪র্থ পর্যায়)

দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থী অভিভাবক এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের ভিত্তিতে একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ এর চতুর্থ পর্যায়ের আবেদন শুরু হয়েছে।অনলাইনের মাধ্যমে এই আবেদন সম্পন্ন করা যাবে।আগের পর্যায়ের আবেদনের ফলাফল ভিত্তিতে আসন খালি থাকা সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবেন। 

একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫

একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫(৪র্থ পর্যায়),xi class admission 2024

একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ | xi class admission 2024

আর্টিকেলের এই পর্যায়ে আমরা একাদশ শ্রেণির ভর্তি সম্পর্কিত চতুর্থ পর্যায়ের আবেদনের সময়সূচী এবং তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব।সেই সাথে কারা এই আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তা উল্লেখ করব।

এক নজরে গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী 

চতুর্থ পর্যায়ের 

  • আবেদন শুরুর তারিখ:-১১ আগস্ট ২০২৪
  • আবেদনের শেষ তারিখ:-১৪ আগস্ট ২০২৪
  • আবেদনের ফল প্রকাশের তারিখ:-১৭ আগস্ট ২০২৪
  • শিক্ষার্থীদের selection নিশ্চায়নের তারিখ:-১৮ আগস্ট ২০২৪ থেক ১৯ আগস্ট ২০২৪ পর্যন্ত
  • কলেজে ভর্তির তারিখ:-২০ আগস্ট ২০২৪

একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক ওয়েবসাইট

https://www.xiclassadmission.gov.bd

একাদশ শ্রেণি ভর্তির চতুর্থ পর্যায়ে কারা আবেদন করতে পারবে

যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেছে অথবা করেনি এবং কলেজ সিলেকশন পায়নি তারা পুনরায় আবেদন করতে পারবেন 

যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে,কিন্তু নির্দিষ্ট কোনো কারণে ভর্তি বা নিশ্চায়ন করতে পারেনি তারাও পুনরায় আবেদন করতে পারবে।

এছাড়াও একজন শিক্ষার্থী বিভিন্ন কলেজে আসন খালি থাকা সাপেক্ষে সর্বনিম্ন ০৫ টি কলেজ থেকে সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করতে পারবে। 

একাদশ শ্রেণির ভর্তি আবেদন ফি

১৫০ টাকা

একাদশ শ্রেণির ভর্তি আবেদন পদ্ধতি | XI admission apply online 

১ম ধাপ:- ওয়েবসাইটের প্রবেশ করুন 

আপনার ফোনে যে কোন ব্রাউজারে গিয়ে 

https://www.xiclassadmission.gov.bd এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন।এরপর XI Class Admission System এই অপশনে ক্লিক করুন।

২য় ধাপ:-একাউন্ট ক্রিয়েট করুন

এই পেজ এ আসার পর সাইন আপ অপশনে ক্লিক করুন।যারা পূর্বে একাউন্ট তৈরি করেছেন তারা লগইন অপশনে ক্লিক করুন।

৩য় ধাপ:-পার্সোনাল ইনফরমেশন দিন

এর পরবর্তী পেইজে আপনার রোল,বোর্ড,বছর এবং রেজিস্ট্রেশন নাম্বার দিন। 

এরপর মোবাইল নম্বর এবং কনফার্ম মোবাইল নাম্বার অপশনে আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ এ ক্লিক করুন।(এখানে অবশ্যই যে নাম্বারটা আপনার কাছে সব সময় থাকে সেটি দিবেন।কারণ পরবর্তীতে সকল এসএমএস এই নাম্বারে পাঠানো হবে) 

৪র্থ ধাপ:-লগইন করুন 

সাইন আপ করার পর আপনাকে একটি EDU ID এবং পাসওয়ার্ড দেওয়া হবে।উক্ত আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। 

৫ম ধাপ:- আবেদন করুন

এরপর বামদিকে কিছু অপশন আছে সেখানে আবেদন অপশনটি দেখতে পাবেন।এখানে ক্লিক করুন।এখানে আবেদন ফি জমা দিন আবেদন করুন এবং আবেদন দেখুন অপশন গুলো দেখতে পাবেন। 

ষষ্ঠ ধাপ:- আবেদন ফি জমা দিন 

এরপর আপনাকে ১৫০ টাকা জমা দিতে হবে।বিকাশের মাধ্যমে জমা দিতে চাইলে Sonali Bank PLC এই অপশনে ক্লিক করুন।এখান থেকে আপনি চাইলে bank account,card বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি দিতে পারবেন।

মোবাইল ব্যাংকিং অপশনে গিয়ে বিকাশ সিলেক্ট করুন।এরপর confirm বাটনে ক্লিক করুন।পরবর্তী পেজে pay with bkash এ ক্লিক করুন।এরপর আপনার বিকাশ একাউন্ট নাম্বারটি দিন।তারপর confirm বাটনে ক্লিক করুন। ওই নাম্বারের আসা কোডটি লিখুন ও কনফার্ম এ ক্লিক করুন।এরপরে pin দিয়ে confirm করুন। 

৭ম ধাপ:-কলেজ চয়েস

আবেদন জমা দিতে এগিয়ে যান এই বাটনে ক্লিক করব।সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজ সিলেক্ট করে আবেদন submit করুন। 

মাইগ্রেশন রেজাল্ট চেক 

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অধীনে একাদশ শ্রেণির ভর্তি আবেদনের পরপর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মাইগ্রেশন এর রেজাল্ট দেওয়া হয়েছে।মাইগ্রেশনের রেজাল্ট চেক করার জন্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইট https://www.xiclassadmission.gov.bd এ গিয়ে লগইন করে আপনার ফলাফল দেখতে পাবেন।সেখানে তিনটি মাইগ্রেশন এর পর বর্তমানে আপনি কোন কলেজের সিলেক্ট হয়েছেন সঠিক দেখতে পাবেন।তবে শুধু ৪র্থ মাইগ্রেশন পর্যন্ত অপেক্ষা করুন।কেননা সিট খালি থাকা সাপেক্ষে আপনার পছন্দের কলেজটি পেয়ে যেতে পারেন। 

একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে কবে ২০২৪

বর্তমানে কোটা সংস্কার আন্দোলনের কারনে সাময়িকভাবে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম স্থগিত ছিল।তবে বর্তমানে দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় চতুর্থ পর্যায়ের ভর্তি আবেদন পুনরায় শুরু হয়েছে।এ নোটিশে বলা হয়েছে আগস্ট মাসের শেষের মধ্যেই ৪র্থ পর্যায়ের ভর্তি আবেদন,ফলাফল প্রকাশ, এবং কলেজ নিশ্চায়নে সম্পন্ন হবে। তবে সিট খালি থাকা সাপেক্ষে পঞ্চম পর্যায়ের আবেদন শুরু হতে পারে।গত ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণির ২০২৪ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি শুরু হয়েছিল। ওই নোটিসে বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অনুমতি ছাড়া একাদশ শ্রেণীতে কোন শিক্ষার্থীর ছাড়পত্র ইস্যু করা যাবে না।  

FAQ 

একাদশ শ্রেণির ভর্তি কত তারিখ ২০২৪? 

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ১৫ জুলাই থেকে। প্রথম পর্যায়ে ভর্তি কার্যক্রম ২৫ জুলাই পর্যন্ত চলবে।বর্তমানে চতুর্থ পর্যায়ের ভর্তি আবেদন ১১ আগস্ট ২০২৪ থেকে ১৪ আগস্ট ২৪ তারিখ পর্যন্ত চলবে। 

একাদশ শ্রেণির ভর্তির আবেদন কিভাবে করব?

একাদশ শ্রেণীর ভর্তি আবেদন বিষয়ক ওয়েবসাইট https://www.xiclassadmission.gov.bd হতে আবেদন করতে পারবেন। বিস্তারিত পদ্ধতি আর্টিকেলে দেওয়া রয়েছে। 

একাদশ শ্রেণির ভর্তি ফি কত টাকা?

১৫০ টাকা

একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট ২০২৪ কবে দিবে?

চতুর্থ পর্যায়ের ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হবে ১৭ই আগস্ট ২০২৪ তারিখে।

কলেজে ভর্তি কবে থেকে শুরু হবে ২০২৪ 

প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় মাইগ্রেশনের পর চতুর্থ পর্যায়ের কলেজ ভর্তি শুরু হবে ২০ আগস্ট ২০২৪ তারিখ হতে 

xi admission result 

https://www.xiclassadmission.gov.bd এর নোটিশ অপশনে ফলাফলের পিডিএফ দেওয়া হবে। 

xi admission last date 

14 August 2024

xi admission website 

https://www.xiclassadmission.gov.bd

xi class admission payment

150(without service fee)

শেষকথা 

আজকের আর্টিকেলে আমরা চেষ্টা করেছি একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক সর্বশেষ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরার।একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ এর ৪র্থ পর্যায়ে ভর্তির সংক্রান্ত সকল বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। তবে যদি আপনাদের আবেদন করতে অথবা অন্য কোন সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি আপনারা সবাই নিজেদের পছন্দের কলেজ পাবেন এবং সঠিকভাবে কলেজের ভর্তি সম্পন্ন করতে পারবেন।এছাড়া এদের কোন সাজেশন দিতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন।

Please Share this On:

Next Post Previous Post
1 Comments
  • Polash
    Polash ২৮ অক্টোবর, ২০২৪ এ ৩:৩৩ AM

    আমি ডিগ্রিতে চয়েস দিয়ে ছিলাম
    কিন্তু চয়েস আসেনি
    এই ক্ষেত্রে কি করা যাবে বা দ্বিতীয় চয়েস দেওয়ার তারিখ কবে প্রকাশিত হবে

Add Comment
comment url